ওয়েব ডেস্ক: আমাদের দেশে সাধারণত ৬ ধরনের পার্মানেন্ট নম্বর প্লেট ব্যবহৃত হয়। সেগুলো কেমন?জেনে নিন--


আরও পড়ুন- সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার গুণাগুণ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) দূতাবাসের নাম প্লেট- নীল রঙের প্লেট দেওযা হয়। আমাদের দেশে বিদেশী বিভিন্ন দূতাভাষের কাজে ব্যবহূত গাড়িতে এমন ধরনের প্লেট ব্যবহার করা হয়। দেশের বিভিন্ন দূতাবাসের উচ্চপদস্থ কর্মচারীরা গাড়িতে এমন প্লেট ব্যবহার করেন।



২) সেনাবাহিনীর অফিসারদের গাড়ি- কালো প্লেটে সাদা নম্বর। আর্মি অফিসাররা সাধারণত এমন গাড়ি ব্যবহার করেন।



৩) পরীক্ষামূলক গাড়ি বা টেস্ট ভেকেল-নতুন গাড়ি পরীক্ষামলূকভাবে রাস্তায় চালানোর জন্য প্রস্তুতকারী সংস্থা গাড়ির পিছনে লাল রঙের প্লেট ব্যবহার করেন।



৪) ব্যক্তিগত যান বা প্রাইভেট ভেকেল- শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য যেসব গাড়ি ব্যবহার হয় সেখানে কালো অক্ষরে সাদা ব্যাকগ্রাউন্ডে লেখা হয় (ছবিতে)।



৫) বানিজ্যিক যান- ট্যাক্সি, অটো, ট্র্যাক। এই জাতীয় বানিজ্যিক যানের ক্ষেত্রে হলুদ ব্যাকগ্রাউন্ডে কালোয় টেক্সট লিখতে হয়।



৬) নিজ চালিত বানিজ্যিক ট্যাক্সি- জুম কার জাতীয়। কালো ব্যাকগ্রাউন্ডে হলুদ টেক্সটে লিখতে হয়।