নিজস্ব প্রতিবেদন: কারও যৌনতা বা সেক্সুয়াল কমপ্যাটিবিলিটি যে সব সময় সংশ্লিষ্ট ব্যক্তির যৌনসঙ্গী/সঙ্গিনী বা লিবিডোর উপরই নির্ভর করে, তা কিন্তু নয়। গ্রহতারা সংস্থান বা রাশির উপর গ্রহের প্রভাবও সংশ্লিষ্ট ব্যক্তির সেক্স ড্রাইভের কারণ হয়ে দাঁড়ায়। ফলে, কোন রাশির জাতক-জাতিকা কেমন যৌনসঙ্গী/সঙ্গিনীর মুখোমুখি হবেন তা নিয়ে তাদের গভীর কৌতূহল থাকে। এবং সেই কৌতূহল তাঁরা রাশি-চর্চা করে নিবৃত্ত করতে চেষ্টা করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোন ব্যক্তির যৌন চাহিদা কেমন বা যৌনসঙ্গী হিসেবে তিনি কেমন, তা জানা যায় তাঁর রাশি থেকে। জানা যায় কোন রাশির জাতক/জাতিকা কেমনভাবে যৌনতা উপভোগ করতে পারেন। 


বৃশ্চিক রাশি


এই রাশির জাতক-জাতিকার যৌন চাহিদা সবথেকে বেশি। এঁদের কাম-প্রবণতা তীব্র হয়, এঁরা খুব প্রেমময়ও হন। বিছানায় এরা দুর্দান্ত সঙ্গী হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারেন। 


মেষ রাশি


এঁদের যৌনতা খুবই আবেগপূর্ণ। তবে স্বতঃস্ফূর্ততা একটু কম। মেষ রাশির জাতকরা কখনও-সখনও কালেভদ্রে যৌনতাকালীন হিংস্রতায় আকৃষ্ট হন।


কর্কট রাশি


এঁদেরও যৌনচাহিদা প্রবল। পাশাপাশি এঁরা আবেগপূর্ণও হন। হন একটু রোমান্টিক প্রকৃতিরও। সঙ্গীকে স্বপ্নে ভাসিয়ে নিয়ে যেতে ভালবাসেন।


বৃষ রাশি


এঁরা যৌনতা বিষয়টিকে খুব সাধারণ এক ব্যাপার বলে মনে করেন। এনিয়ে এঁরা অত ভাবেন না। তবে এঁরা বিছানায় সঙ্গীর চাহিদা পূরণ করতে সর্বদা এগিয়ে থাকেন। 


মীন রাশি


এঁরা খুবই রোমান্টিক প্রকৃতির হন। অ্যাডভেঞ্চার-প্রিয়ও হন। যৌনতার ক্ষেত্রেও তাই। বিছানায় নতুন কিছু করতে এঁরা খুবই পছন্দ করেন। মোটকথা, এঁরা মিলিত হতে খুবই পছন্দ করেন। 


কন্যা রাশি


এঁরা সচরাচর একটু বিবেকবান হন। যৌনতার ক্ষেত্রেও তেমন। তবে যৌনজীবন উন্নত করতে সর্বদা চেষ্টাও করেন। সঙ্গী/সঙ্গিনীকে তৃপ্ত রাখতে আন্তরিক চেষ্টা করেন। ফ্লোরপ্লে-র সময়ে এঁরা বেশ রাসটিক হয়ে ওঠেন। 


সিংহ রাশি


প্রকৃতির দিক থেকে এঁরা বেশ শক্তিশালী হন। এঁদের যৌনতাতেও সেই শক্তিরই প্রকাশ থাকে। এঁরা পার্টনারকে শারীরিক ও মানসিকভাবে ভালো করে বোঝেন। এঁরা যৌনসঙ্গীকে আকৃষ্ট করতেও পারদর্শী হন। 


মিথুন রাশি


এককথায়, এঁরা বিছানায় দুর্দান্ত। এঁরা খোলা মনে যৌনতা করতে পছন্দ করেন। বিছানায় এরা রীতিমতো সৃষ্টিশীলও। 


ধনু রাশি


এঁরা সাধারণত শৌখিন যৌনতা পছন্দ করেন। শারীরিক নয়, মানসিক যৌনতাই এঁরা বেশি পছন্দ করেন। তবে যৌনতায় এঁরা প্রাণবন্ত। 


মকর রাশি 


এঁদের রোমান্টিকতা কম। এঁরা নিজেদের যৌনজীবন নিয়ে কখনোই আলোচনা করতে চান না। 


তুলা রাশি 


এঁরা তীব্র ভাবে রোমান্টিক, শয্যায় এঁরা ভীষণ অ্যাকটিভ থাকতে পছন্দ করেন। সঙ্গীকে সর্বদাই বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করেন। সঙ্গীকে দুর্দান্তভাবে উত্তেজিতও করতে পারেন। 


কুম্ভ রাশি 


জীবনে এঁরা যৌনতাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। বিষয়টিকে খুব একটা অগ্রাধিকারও দিতে চান না। নিজেদের সদা সর্বদা কাজের মধ্যে ডুবিয়ে রেখে এঁরা এঁদের কামশক্তি দমন করতে চান। তবে কার্যকালে এঁরা সঙ্গীকে খুশি করতেও পারেন। 


আরও পড়ুন: Kissing: ভালোবেসে খাওয়া নিভৃত যতনে একটি উষ্ণ চুমুর বিপুল উপকারিতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তো আপনি?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)