ওয়েব ডেস্ক: অফিসে আসবেন, কিন্তু কাজ করবেন না! অফিসার প্রশ্ন করলে উত্তর হবে,'এই একটা দিনের জন্য এক্সট্রা মাইনে দেবে না অফিস, তাই ২৯ ফেব্রুয়ারি অফিসিয়াল ফাঁকি মারার দিন। বস! আপনিও ফাঁকি মারুন।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিপ ইয়ারে, বছর ৩৬৫ দিনের হয়। একটা দিন বেড়ে  গিয়ে সেটা হয় ৩৬৬ দিনে। ফেব্রুয়ারি মাস হয় ২৮ দিনের। কিন্তু লিপ ইয়ার ফেব্রুয়ারি হয় ২৯ দিন। বছরের একটা দিন বাড়লেও, চাকরির ক্ষেত্রে সেটা কাউন্ট হয় না। মাসিক বেতন যা থাকে সেটাই দেওয়া হয়। সুতরাং, বছরের প্রতিটা দিন মন দিয়ে কাজ যেমন ছিল, আছে, থাকবে। আর লিপ ইয়ারে থাকবে, মন দিয়ে ফাঁকি মারার কাজ। বছরে নয় চার বছরে একটাই তো দিন আসে, হোক না একটু ফাঁকি, মন্দ কি?


(এই খবর বিশ্বের শ্রেষ্ঠ ফাঁকিবাজদের জন্য)