আপনার কোমর কি A4 সাইজের? `পারফেক্ট ফিগার`-এর নতুন মাপ এটাই
৩৬-২৪-৩৬। এতদিন এটাই জানা ছিল `পারফেক্ট ফিগার`-এর মাপ। চিন এবার সেই মাপ পাল্টে দিল। স্লিম অ্যান্ড ট্রিম শরীরের নতুন মাপ A4। আপনি যদি হন A4 মাপের তবেই আপনি `স্লিম`। কিন্তু A4 তো কাগজের মাপ। এর সঙ্গে রোগা হওয়ার সম্পর্ক কী?
ওয়েব ডেস্ক: ৩৬-২৪-৩৬। এতদিন এটাই জানা ছিল 'পারফেক্ট ফিগার'-এর মাপ। চিন এবার সেই মাপ পাল্টে দিল। স্লিম অ্যান্ড ট্রিম শরীরের নতুন মাপ A4। আপনি যদি হন A4 মাপের তবেই আপনি 'স্লিম'। কিন্তু A4 তো কাগজের মাপ। এর সঙ্গে রোগা হওয়ার সম্পর্ক কী?
এই প্রশ্নের উত্তর মিলবে চিনে। মহিলাদের কোমরের মাপ নিয়ে একটি প্রাতিযোগিতার আয়োজন করে চিন। প্রতিযোগিতার নাম A4 WAIST CHALLANGE। আপনার কোমরের মাপ যদি হয় A4 কাগজের সমান তবে সেই কোমরের ছবি আপলোড করুন সোশ্যাল মিডিয়া 'সিনা ওয়েইবো'তে। এমনই ছিল প্রতিযোগিতার বক্তব্য। প্রতিযোগিতা ঘোষণা করার সঙ্গেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে ফিটনেসের হিড়িক। হাজার হাজার মহিলা A4 কাগজ দিয়ে মাপছেন কোমর আর পাস করলেই পোস্ট করে দিচ্ছেন ছবি।