ওয়েব ডেস্ক : প্রেসক্রিপশন লেখেন চিকিত্সক। যে কোনও অসুখ-বিসুখে ডাক্তার দেখালেই খসখস করে তিনি প্রেসক্রিপশনটা লিখে ফেলেন। কী রোগ তা ডায়াগনোসিসের সঙ্গেই প্রেসক্রিপশনে লেখা থাকে একগাদা ওষুধের নাম। কিন্তু, শুধু কি রোগ আর ওষুধের নামই ডাক্তার প্রেসক্রিপশনে লেখেন? উত্তরটা হল, না। ওষুধের নামের সঙ্গেই তিনি আরও বেশকিছু সাংকেতিক ভাষা লেখেন। সেগুলির অর্থ কী? চলুন জেনে নেওয়া যাক-


 সাংকেতিক ভাষা অর্থ
a.c. খাওয়ার আগে
b.i.d.  দিনে ২ বার
cap ক্যাপসুল
d দিনে
gtt ড্রপ
h.s. রাতে শোওয়ার সময়
I.M.  মাসল-এ বা পেশীতে
I.V. ভেইন-এ বা শিরায়
nocte রাতে
O.D. ডান চোখে
O.S. বাম চোখে
O.U. দুই চোখে
p.c খাওয়ার পরে
p.o. শুধু মুখে
p.r.n. যেটুকু প্রয়োজন
qh প্রতি ঘণ্টায়
q 3 h প্রতি ৩ ঘণ্টায়
qAM প্রতি সকালে
qd প্রতিদিন
q.i.d. দিনে চারবার
q.o.d একদিন অন্তর অন্তর
t.i.d.  দিনে তিনবার করে
pil বড়ি
tab ট্যাবলেট
tsp চা চামচ
tbsp টেবিল চামচ
ut dict চিকিত্সকের নির্দেশ মত