Propose Day 2023 Astrology: জ্যোতিষ অনুযায়ী `প্রোপোজ ডে`তে কোন রাশির সঙ্গীকে কী রঙের উপহার দিতে হয় জেনে নিন...
Propose Day 2023 Astrology: আপনি হয়তো ভেবে উঠতে পারছেন না, ঠিক কী করলে একেবারে মনের মতো করে মনের মানুষটিকে প্রোপোজ করবেন! তবে এসবের আগে একবার আপনার সঙ্গীর রাশির বিষয়টা মাথায় রাখুন। সেটা মাথায় রেখে সেই রকম উপহার বা চমকের কথা ভাবুন। তাা হলে আপনার `প্রোপোজ ডে` একেবারে স্বয়ংসম্পূর্ণ ও ফলপ্রসূ হয়ে উঠবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রঙের কথা আর রাশির কথাটাই আজ সন্ধেয় সব চেয়ে বেশি মনে রাখুন। কেন? আসলে ভালো লেগে গিয়েছে সেই মানুষটিকে, কিন্তু বলব-বলব করে বলা হয়ে ওঠেনি! আর তাই ঠিক করে রেখেছিলেন ভ্যালেন্টাইনস উইক এলে ব্যাপারটা সেরে ফেলবেন? প্রোপোজ ডে-তে করে ফেলবেন অফিশিয়াল প্রোপোজ? কিন্তু চাইলেই কী আর হচ্ছে! কেননা, তখনও তো নানা রকম যদি-কিন্তু ঘিরে থাকবে আপনার মনকে। আপনি হয়তো ভেবে উঠতে পারবেন না, ঠিক কী করলে একেবারে মনের মতো করে মনের মানুষটিকে প্রোপোজ করা যায়! তবে এসবের আগে একবার আপনার সঙ্গীর রাশির বিষয়টা মাথায় রাখুন। আর সেটা মাথায় রেখে সেই রকম উপহার বা চমকের কথা ভাবুন। তা হলে আপনার 'প্রোপোজ ডে' একেবারে স্বয়ংসম্পূর্ণ ও ফলপ্রসূ হয়ে উঠবে।
আপনার সঙ্গীর রাশি অনুযায়ী তাকে কী উপহার বা কী রঙের উপহার দেবেন, নীচের তালিকা দেখে সেটা ঠিক করে নিন:
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি মেষ হয়, তবে তাঁকে আজ অবশ্যই লাল গোলাপ দিন। অথবা লাল রঙের কোনও উপহার দিন।
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি বৃষ হয়, তবে তাঁকে সাদা রঙের কোনও শো-পিস দিতে পারেন।
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি মিথুন হয়, তবে আজ এই প্রোপোজ ডে-তে তাঁকে অবশ্যই হলুদ বা কমলা রঙের কোনও উপহার দিন। ম্যাজিকের মতো কাজ হবে।
আরও পড়ুন: Happy Rose Day 2023: 'রোজ ডে'তে গোলাপ তো দেবেন, কিন্তু জানেন কি কাকে কোন রঙের গোলাপ দিতে হয়?
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি কর্কট হয়, তবে তাঁকে এই প্রোপোজ ডে-তে কোনও রোম্যান্টিক ডেস্টিনেশনে নিয়ে যান।
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি সিংহ হয়, তবে তাঁকে আজ মাসাজ কিংবা স্পা ভাউচার দিন।
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি কন্যা হয়, তবে তাঁকে অবশ্যই সবুজ রঙের কোনও উপহার দিন।
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি তুলা হয়, তবে তাঁকে নীল রঙের কোনও পোশাক বা নীল রঙা কোনও গিফট দিতে পারেন।
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি বৃশ্চিক হয়, তবে তাঁকে আপনি লাল গোলাপ দিতে পারেন, সঙ্গে রাখুন আর কোন উপহার।
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি ধনু হয়, তবে তাঁকে হয় ক্রিম রঙের কোনও উপহর দিন অথবা তাঁকে একটা মুভি নাইট উপহার দিন।
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি মকর হয়, তবে তাঁকে নিয়ে কোনও শর্ট আউটিংয়ের প্ল্যান করে ফেলুন, অথবা, প্রকৃতির মধ্যে হেঁটে বেড়ান কিছুক্ষণ।
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি কুম্ভ হয়, তবে তাঁকে কোনও গ্যাজেট উপহার দিতে পারেন, না হলে কোনও ডিনারে নিয়ে যেতে পারেন।
যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি মীন হয়, তবে তাঁকে লং ড্রাইভে নিয়ে চলুন।