অনুরণন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূজা পালচৌধুরী


নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টায় জঙ্গলের ভেতর হন্যে হয়ে ছুটতে ছুটতে অবশেষে রাস্তার  শেষ প্রান্তটা চোখে পড়ল অয়ন্তিকার। জোরে একটা নিঃশ্বাস ফেলে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল তখনও নেটওয়ার্ক আসেনি। অনেক কষ্টে রাস্তার ধারে গিয়ে দাড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন বাইক আরোহীকে দেখতে পেল অয়ন্তিকা। অয়ন্তিকার অবস্থা দেখে লোকটি বাইক থামিয়ে অয়ন্তিকাকে বাইকের পেছনের সিটে বসতে বলল। ক্লান্ত অয়ন্তিকা উপায় না দেখে  বাইকে উঠে বসল। 


বাইক আরোহীর মুখ কাপড়ে ঢাকা থাকায় তাকে দেখেনি অয়ন্তিকা। তবে ট্রেন এ ওঠার সময় তাকে ভীষণ আপন মনে হয়েছিল। মনে হয়েছিল পৃথিবীটা বোধহয় এতটাও খারাপ নয়। যেখানে ওর জীবনসঙ্গী ওকে জঙ্গলে নিয়ে এসে মেরে ফেলতে চেয়েছিল, সেখানে একজন অপরিচিত মানুষ ওকে সুরক্ষিত ভাবে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিল। অয়ন্তিকা মনে মনে ভাবল, 'পাথরটা অনেক ভারী ছিল,  শুভ বেঁচে আছে তো?'


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)