ঘরে ফেরা

 

ঋতম সরকার 

 

ঘরবাড়িতে বাস করে না মনের কোণা

রোদের ছটার বিরুদ্ধতাই টানছে আড়াল

অনন্তকাল একঘেয়ের এই দিনযাপনের 

নতুন কিছু তোমার থেকে হয়নি শোনা।

 

নিয়মমাফিক এই জীবনের খরচাগুলো

হতেও পারে বন্ধকী মন কারখানাতে

নিঙড়ে নিয়ে অরক্ষিত শ্রমের আইন

শপথ ভরা বালুচরে বিষ মেশালো।

 

অন্ধকারে হাততালি দেয় লক্ষ কোটি

আলোর অভাব নিভিয়ে দেয় সঠিক রেখা

ঘরে ফেরার তাগিদ নিয়ে শেষ বিকেলে

খুঁজে ফিরি আন্দোলনের ছেঁড়া চটি।