Durga Puja 2022: খোয়াই || কবিতা ||
রাসবিহারী ঘোষ
খোয়াই
রাসবিহারী ঘোষ
না দ্যাখা ঊষর উদোম শোয়।উঁচু নিচু অজ্ঞাত দেহ বৃষ্টির ক্ষত।ক্ষয়ে যায়,লুকোয় লোলুপ চোখ ।সুদৃশ্য পেয়ালায় কেউ কেউ পান করে রূপ।ভেনাস আর কিউপিড লুকিয়ে লুকিয়ে...
চ্যাটচ্যাটে সরীসৃপ লোভ চারপায়। শরীর অস্বস্তি কাঁটা ফোঁটায়।অযুত বছর কৌমার্য হারায়,খাঁচায়।শান্তি ছিঁড়ে যায় প্রতিদিন।লোভ পেছন পেছন পালানো সবুজ।খিদে পেট ঘাম বেচা শিরাওঠা হাত। সহজিয়া বাতাস ভিক্ষা একতারা সুর।শহুরে ফুরসৎ ভিড় লালমাটি বাউল।
গাছেদের দীর্ঘশ্বাস ধোঁয়া বাতাস।মজদুর রোদ ধুলো পা ফেরা দূর গাঁ। খোয়াই ফুঁপিয়ে মুখ লুকোয় আঁধার আঁচল।
পড়ুন: বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা