পরজন্ম


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্দ্রাণী মুখোপাধ্যায়


তারপর গনগনে শিখার আঁচ পেরিয়ে উল্কাচূর্ণের মত
ধূসর ছাই-ভস্ম হয়ে শেষবার ছোঁব তোমায়।
সেই স্পর্শে কোনও আর্জি নেই, অভিমান নেই; নেই গ্লানি।
যা কিছু অপূর্ণ রয়ে যাবে এই জল, মাটি, বাতাস ছুঁয়ে,
তাদের আণবিক করুণায় স্বাক্ষর আঁকবে নতুন এক অস্তিত্ব।
ফের যদি এভাবেই আসি, তুমি জন্মদাগ হবে?
শনাক্তকরণের কারণ? বিগত জন্মের বিস্তৃত ইতিহাস?
প্রতি জন্মে অক্ষত থাকে যে কাহিনী, অসূর্যস্পর্শার ন্যায়
জীবলোকের অগোচরে বেড়ে ওঠে, যেন “ছায়াগর্ভসম্ভূত”।
এই জন্মের দস্তাবেজে মহাশূণ্যের কৃষ্ণকায় অসীম থাক।
অর্জিত সম্পদ বলতে কয়েকটা হেমন্তের রাত আর
কোনও ডিসেম্বরের ভোরে হারিয়ে যাওয়া এক মানুষ।
সফেদ মসলিনের বেড়াজাল ছিন্ন করে আর খুঁজিনি যাকে।
বাদ বাকি প্রাপ্য কাগজের নৌকায় ভেসে গেছে সিন্ধুপথে।
পরজন্মে তারা যদি ফেরে আরবের সুগন্ধি নিয়ে! দেখা হবে?
স্মৃতির বালিদানা পেরিয়ে সমুখে দাঁড়ালে চিনতে পারবে?
পরম মমতায় বলবে এত অভিমান করে চলে এসেছিলে,
         না এসে থাকতে পারলাম কই?


পড়ুন: বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)