Durga Puja 2022: রাত্রি || কবিতা ||
সঞ্চারী ভৌমিক
রাত্রি
সঞ্চারী ভৌমিক
রাত বাড়লে জমা অতীত আলতো বের হয়
গাঢ় আলকাতরার মতো তীব্র;
চোখের কোণের ক্লান্তি বোঝায় বার্ধক্য কড়া নাড়ছে
বালিশে মুখ গুজলে ভেসে ওঠে বিষাদছায়া
কেউ নেই; কোথাও নেই; কেবল একা
তবু চমকে ওঠে মন
মাঝি নোঙর ফেলতে পারে না তীরে
দুঃস্বপ্নের মাঝে বয়ে চলে দেহতরী
আবারও...
কেউ নেই- কোথাও নেই- কেউ ছিল না কখনো!
পড়ুন: বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা