চিকেন মোটামুটি সারা বছরই মধ্যবিত্তের পকেটসই দামে পাওয়া যায়। চিকেনের কত রকমের সুস্বাদু রেসিপি রয়েছে। যে কোনও একটা বেছে নিলেই হল! চিলি চিকেন, চিকেন কষা, চিকেন কোর্মা, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন রেজালা, চিকেন দো-পেঁয়াজা, সেজুয়ান চিকেন... আরও কত লোভনীয় পদ রয়েছে চিকেনের। যত খুশি মন ভরে চেটে পুটে খান। কারণ, চিকেনে ডাক্তারেরও তেমন কোনও বারন নেই। আজ শিখে নিন চিকেনের দুর্দান্ত একটি পদ মুর্গ খোবানী রান্নার সহজ কৌশল। মুর্গ খোবানীর বিশেষত্বই হচ্ছে আলুবোখরা। এই রান্নায় আলুবোখরা দেওয়া হয় বলেই এটি দেখতে একটু লালচে রঙের হয়। আজ চেখে দেখতে পারেন চিকেনের সুস্বাদু এই পদটি। ভাল লাগবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুর্গ খোবানী বানাতে লাগবে:—


চিকেন: ছোট ছোট টুকরো করে কাটা ১ কেজি,


রসুন বাঁটা: ১ চামচ,


পেঁয়াজ কুঁচি: ২ কাপ,


আদা বাঁটা: ১ চামচ,


আলুবোখরা- আধা কাপ,


এলাচ: বড় ২টো,


দারচিনি: বড় ১টা,


টমেটো: ছোট ছোট টুকরো করে কাটা ২টো,


তেল: আধা কাপ,


নুন: পরিমাণ মতো।


আরও পড়ুন: সর্দি-কাশির সমস্যায় খেয়ে দেখুন সুস্বাদু বেসন শিরা! উপকার পাবেন


মুর্গ খোবানী বানানোর পদ্ধতি:—


একটি প্যানে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুঁচি ভেজে বেরেস্তা করে নিন।


এ বার তাতে চিকেনের টুকরোগুলো, আদা বাঁটা ও রসুন বাঁটা দিয়ে একসঙ্গে ভেজে নিন।


তার পর দারচিনি, এলাচ, টমেটো ও নুন দিয়ে নেড়ে ভাল করে অন্তত মিনিট পাঁচেক কষিয়ে নিন। এর পর মাঝারি আঁচে দিয়ে ঢেকে রাখুন।


মাংস সেদ্ধ হয়ে এলে আলুবোখারা দিয়ে আরও মিনিট খানেক মাঝারি আঁচে ঢেকে রাখুন। আলুবোখারা নরম হলেই আঁচ থেকে নামিয়ে ফেলুন।


ব্যস, এ বার গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা মুর্গ খোবানী।