পোস্ত মানেই মাথায় আসে তো আলু পোস্তর কথা? কিন্তু জানেন কি আলু পোস্ত ছাড়াও পোস্তর রয়েছে আরও অনেক সুস্বাদু রেসিপি যা আপনার জিভে জল এনে দেবে। কোনও দিন খেয়ে দেখেছেন ধোকার মতো পোস্তর বড়ার ডালনা? আজ দুপুরেই রান্না করে ফেলুন পোস্তর বড়ার ডালনা। জেনে নিন পোস্তর বড়া দিয়ে ডালনা বানানোর সহজ রেসিপি আর স্বাদ বদলান ঘরোয়া রেসিপিতেই...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পোস্তর বড়ার ডালনা বানাতে লাগে:


পোস্ত ১০০ গ্রাম, গোবিন্দভোগ চালের গুঁড়ো ২ টেবিল চামচ, হলুদগুঁড়ো  ১ চামচ, লঙ্কাবাটা ১ চামচ, জিরেবাটা ১ চামচ, আদাবাটা আধা চামচ, কাজু আর চারমগজবাটা ২ চামচ, কিশমিশবাটা ২ চামচ, টকদই ২ চামচ, ঘি ২ চা-চামচ, গরমমশলা ১ চা-চামচ, নুন-চিনি স্বাদমতো।


পোস্তর বড়ার ডালনা বানানোর পদ্ধতি:


১) পোস্ত মিহি করে বেটে তাতে চালের গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।


২) তারপর চাটুতে তেল দিন। গোলাটা তেলে দিয়ে ভেজে, ধোকার মতো কেটে নিন।


৩) গ্রেভি করার জন্য কড়াইতে ঘি দিন।


৪) গরম হলে তাতে গরমমশলা ফোড়ন দিন।


৫) এরপর একে একে হলুদগুঁড়ো, জিরেবাটা, আদাবাটা, কাজু, চারমগজ বাটা, কিশমিশ বাটা, টকদই, নুন দিয়ে ভাল করে কষে নিন।


আরও পড়ুন: এবার ঘরেই বানিয়ে নিন ডিম দিয়ে দুর্দান্ত মোগলাই রেসিপি নার্গিস কোফতা


৬) কষানো থেকে তেল বেরোলে তাতে জল দিয়ে ঢেকে দিন।


৭) ফুটে উঠলে তাতে পোস্তর ধোকা দিয়ে একটু ফুটিয়ে নিন।


৮) তারপর উপরে গরমমশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।


গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পোস্তর বড়ার ডালনা।