ওয়েব ডেস্ক : চোখ মনের আয়না। শরীরের আয়না। চোখ দেখেই মানুষ বুঝে যায় অনেক না বলা কথা। জানেন, চোখের মণির রং কীভাবে আপনার স্বাস্থ্যের কথা বুঝিয়ে দেয়?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খয়েরি রঙের মণি- আলট্রা-ভায়োলেট রে প্রতিরোধ ক্ষমতা বেশি। যার ফলে আপনার রেটিনা ক্ষতিগ্রস্ত হবে কম। সেইসঙ্গে কমবে স্কিন ক্যান্সারের সম্ভাবনা। তবে এদের আবার ত্বক ও চুল সাদা হয়ে যাওয়ার প্রবণতা বেশি।


হেজেল মণি বা ঘোলা চোখ- সূর্যের আলোতে এদের চোখ ক্ষতিগ্রস্ত হবে বেশি। ব্যথায় কাবু হবে। উদ্বেগে ভুগবে। রেটিনায় ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে।


নীল মণি- অ্যালকোহল প্রেম মারাত্মক। ক্যান্সারের সম্ভাবনা থাকে।


সবুজ মণি- ব্যথা সহ্য করতে পারে না একদমই। আলট্রা ভায়োলেট রে ক্ষতি করে চোখের। উদ্বেগ, দুশ্চিন্তা, অবসাদ নিত্যসঙ্গী।


লাল চোখ- অ্যালার্জির কারণে হতে পারে। উচ্চ রক্তচাপও কারণ হতে পারে। আরও মারাত্মক কারণ হতে পারে চোখের মণির শিরা-উপশিরা ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ।