ওয়েব ডেস্ক : রোজ ঘরে ছোটোখাট ইস্যু নিয়ে মনোমালিন্য। বাথরুমে কল বন্ধ করোনি কেন? মোছা মেঝেটায় নোংরা মোজাটা রেখে দিলে? একি জুতো পড়ে ঘরে ঢুকছ কেন? টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি। একজন পছন্দের সিরিয়াল কি রিয়েলিটি শো দেখবে, তো অন্যজনের এখন খেলা দেখা চাই-ই-চাই। ব্যস, লেগে গেল ঝগড়া! রোজকার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভাবছেন, সম্পর্কটা বোধহয় আর টেকানো গেল না। এবার দুজনের দুটি পথ বেছে নেওয়াই শ্রেয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একটু ভাবুন। কারণ, খুঁটিনাটি বিষয়ে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথায় কথায় মান-অভিমান কিন্তু হতে পারে আপনাদের দুজনের মজবুত সম্পর্কের ইঙ্গিতও। আধুনিক সমীক্ষা দাবি করছে এমনটাই।


সমীক্ষা বলছে, বর্তমানকালের আধুনিক ফাস্ট লাইফে হাজারো একটা সমস্যা, হতাশা মানুষকে ঘিরে ধরে। যার পরিণতিতে পান থেকে চুন খসলেই মেজাজ তিরিক্ষ। আর সম্পর্কে “হানিমুন ফেজ” কেটে গেলে তার বহিঃপ্রকাশ ঘটে শুধু কাছের মানুষটার কাছেই। তার কাছেই প্রকাশ পায় আপনার মনের প্রকৃত অবস্থাটা। তাই ঝগড়া সম্পর্কের সুস্বাস্থ্যেরই লক্ষ্মণ।