নিজস্ব প্রতিবেদন: লকডাউনের জেরেই অনলাইনে অর্ডার নেওয়া বন্ধ করেছিল ই-কমার্স সংস্থা Flipkart। কর্মী আর ক্রেতা— উভয়ের নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত নিয়েছিল সংস্থা। তবে দেশের সঙ্কটের সময় সাধারণ মানুষের কাছে তাঁদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ফের পরিষেবা চালু করল Flipkart।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যেই Tata গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু করেছে Flipkart। জানা গিয়েছে, এই মুহূর্তে Tata-র পণ্য সামগ্রী (যেমন, টাটা চা, কফি, জ্যুস, মশলা ইত্যাদি) অনলাইন শপিং সাইটটিতে অর্ডার করতে পারবেন ক্রেতারা।


লকডাউনের জেরে এখন বাইরে বেরনোর ঝুঁকি নিতে চাইছেন না অনেকেই। ঘরের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, খাবার ফুরিয়ে গেলে সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই। বিশেষ করে যে সমস্ত বাড়িতে শুধু বয়স্করাই থাকেন, তাঁদের আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে। এই বিষয়গুলি মাথায় রেখেই ফের পরিষেবা চালু করল Flipkart।


আরও পড়ুন: লকডাউনে বাড়ি বাড়ি প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী পৌঁছে দেবে Zomato!


আপতত বেঙ্গালুরুতেই Flipkart-এর এই পরিষেবা মিলছে। খুব শীঘ্রই দিল্লি ও মুম্বইয়েও এই পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে সংস্থার।