নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি নিজেদের অ্যাপ থেকে বিমানের টিকিট বুক করার সুবিধা নিয়ে এসেছে Flipkart। এ বার Flipkart-এর সাহায্যে প্রয়োজনীয় যাবতীয় কেনাকাটা করা যাবে পাড়ার দোকান থেকেই! খুব শীঘ্রই ‘হাইপারলোকাল ডেলিভারি সার্ভিস’ চালু করতে চলেছে জনপ্রিয় এই ই-কমার্স সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ইতিমধ্যেই বেঙ্গালুরুতে এই পরিষেবা পরীক্ষামুলক ভাবে চালু করে দিয়েছে Flipkart। ‘হাইপারলোকাল ডেলিভারি সার্ভিস’ দেওয়ার জন্য বেঙ্গালুরুতে Spencer's আর Vishal Mart-এর মতো সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে এই ই-কমার্স সংস্থা।


আরও পড়ুন: অনলাইন গ্রসারি পরিষেবা চালু JioMart-এ; সমস্ত কেনাকাটায় মিলছে ৫০% পর্যন্ত ছাড়!


সম্প্রতি JioMart একই ধরনের পরিষেবা শুরু করেছে। JioMart ছাড়াও Grofers, Big Basket, Swiggy বা Zomato-র মতো সংস্থাও একই মডেলে পরিষেবা দিচ্ছে। এ বার সেই তালিকায় জুড়ে গেল Flipkart-এর নামও। আপাতত শুধুমাত্র বেঙ্গালুরুতে এই পরিষেবা চালু হলেও মনে করা হচ্ছে, খুব খুব শীঘ্রই এই ‘হাইপারলোকাল ডেলিভারি সার্ভিস’ দেশের সমস্ত ছোট-বড় শহরেই চালু করে দেবে Flipkart। যদিও এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।