অনলাইন গ্রসারি পরিষেবা চালু JioMart-এ; সমস্ত কেনাকাটায় মিলছে ৫০% পর্যন্ত ছাড়!

কিছু নির্বাচিত পণ্যের ক্ষেত্রে এমআরপির থেকেও ৫ শতাংশ কম দামে কেনার সুযোগ পাবেন JioMart-এর ক্রেতারা।

Edited By: সুদীপ দে | Updated By: May 25, 2020, 07:11 PM IST
অনলাইন গ্রসারি পরিষেবা চালু JioMart-এ; সমস্ত কেনাকাটায় মিলছে ৫০% পর্যন্ত ছাড়!

নিজস্ব প্রতিবেদন: দেশের ২০০টিরও বেশি শহরে নিত্য প্রয়োজনীয় মুদিখানার দ্রব্যাদি অনলাইন অর্ডারের মাধ্যমে সরবরাহ করবে Jiomart। এই তালিকায় রয়েছে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই-সহ আরও অনেক ছোট, বড় শহরের নাম। শনিবার গভীর রাতে এ কথা জানিয়ে টুইট করেন Jiomart-এর চিফ এক্সিকিউটিভ দামোদার মল।

লকডাউনে সাধারণ মানুষ যাতে সহজেই নিত্য প্রয়োজনীয় মুদিখানার দ্রব্যাদি অনলাইন কিনতে পারেন তার ব্যবস্থাই করছে Jiomart। তবে এর সঙ্গেই JioMart থেকে কেনাকাটায় ক্রেতাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ও দিচ্ছে সংস্থা. জানা গিয়েছে, সব রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রি কেনাকাটার ক্ষেত্রেই এই বিশেষ ছাড় পাবেন ক্রেতারা। কিছু নির্বাচিত পণ্যের ক্ষেত্রে এমআরপির থেকেও ৫ শতাংশ কম দামে কেনার সুযোগ পাবেন JioMart-এর ক্রেতারা। এ বার জেনে নেওয়া যাক কী ভাবে JioMart-এ নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রি অর্ডার করবেন...

১) আপনি যদি Jio গ্রাহক হন তাহলে MyJio অ্যাপ থেকেই JioMart-এ পৌঁছে প্রয়োজনীয় মুদিখানার সামগ্রি অর্ডার করতে পারবেন। এছাড়াও, Google-এ গিয়ে Jiomart.com টাইপ করতে পারেন।

২) JioMart-এ নির্দিষ্ট অংশে নিজের পিন কোড টাইপ করে দেখে নিন ওই অঞ্চলে সংস্থা মুদিখানার সামগ্রির ডেলিভারি দেবে কি না। সংস্থার তরফে সবুজ সংকেত পেলেই নিজের মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করে নিন।

৩) এ বার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র বেছে নিয়ে ‘অ্যাড টু কার্ট’ করে রাখুন।

আরও পড়ুন: দেশের ২০০-র বেশি শহরে অনলাইন গ্রসারি পরিষেবা চালু করছে JioMart!

৪) এ বার ‘কার্ট’-এ গিয়ে দেখে নিন সব প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হয়েছে কিনা! ৭৫০ টাকার উপর কেনাকাটায় কোনও ডেলিভারি চার্জ লাগবে না।

৫) যে ঠিকানায় জিনিসপত্রের ডেলিভারি চান, সেটি সবিস্তারে দিয়ে অনলাইনে পেমেন্ট সেরে ফেলুন। দেখে নিন, কবে, কখন ডেলিভারি হচ্ছে। অর্ডার নিশ্চিত হলেই আপনার মোবাইল নম্বরে মেসেজ পেয়ে যাবেন।

.