নিজস্ব প্রতিবেদন: টাকা এক আশ্চর্য জিনিস। দেখা যায়, অনেকে অনেক রোজগার করেও টাকা জমাতে পারেন না। আবার উল্টো দিকে, এমন মানুষও থাকেন, যাঁরা তুলনায় কম রোজগার করেও টাকা জমাতে পারেন। কেন এটা হয়? রাশিবিদেরা বলে থাকেন, রহস্যটা আসলে লুকিয়ে রাশির মধ্য়েই। কেননা, কিছু কিছু রাশির জাতকের অর্থনৈতিক ভাগ্য ভালো থাকে, ফলে তারা কম রোজগার করেও টাকা জমাতে পারেন। উল্টো দিকে, যেসব রাশির অর্থভাগ্য স্বভাবতই ভালো নয়, তারা বেশি রোজগার করেও টাকা জমাতে পারেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখে নেওয়া যাক, জ্য়োতিষবিদদের মতে, কোন কোন রাশির জাতকের অর্থভাগ্য সাধারণত ভাল, এবং ২০২২ সাল জুড়েও ভালো থাকবে।   


মকর 


এই রাশির জাতকদের অর্থ উপার্জনের ক্ষেত্রে একরকম বিশেষজ্ঞ বলে মনে করা হয়। এঁরা  প্রয়োজনের বাইরে এতটুকু অর্থ ব্যয় করেন না। এদের জমানো টাকা থেকে আরও টাকা রোজগারের নেশা। বিভিন্ন বিনিয়োগ স্কিমেও এদের টান থাকে। 


সিংহ 


এই রাশির জাতকরা একটু সামাজিক, মানে, সোশ্যাল হওয়ায় দেখানেপনায় অনেক টাকা খরচ করে ফেলেন। তা সত্ত্বেও এঁদের অর্থের কোনও অভাব হয় না। কারণ এঁরা অর্থ সঞ্চয়ে বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত। এঁরা এমন জায়গায় বিনিয়োগ করেন যেখান থেকে ভবিষ্যতে ভালো টাকা পাওয়ার সম্ভাবনা থাকে।


মিথুন 


এই রাশির জাতকরা অর্থ বিনিয়োগে দক্ষ। জমানো টাকা তাঁরা ভালো জায়গায় বিনিয়োগ করেন। যেজন্য এঁরা অল্প সময়ে ভালো পরিমাণ টাকা জমিয়ে ফেলতে পারেন। 


বৃষ 


এই রাশির জাতকদের সাধারণত দামি জিনিসের প্রতি অনুরাগ। তবুও এঁরা অর্থ সঞ্চয় করতে পারেন। কারণ এঁরা আগে থেকেই বাজেট তৈরি করে নেন এবং সেই অনুযায়ী টাকা খরচ করেন। এঁদের লক্ষ্য থাকে প্রতি মাসে নিয়ম করে সঞ্চয় করা। যে কারণে অল্প দিনেই এদের টাকা জমে যায়। 


বলা হয়, অর্থ উপার্জনের চেয়েও কঠিন কাজ অর্থ সঞ্চয়। পর্যাপ্ত অর্থ সঞ্চয় করলেও দেখা যায় কারও কারও ক্ষেত্রে টাকা মোটেই জমে না। কোনও না কোনও কাজে ব্যয় হয়েই যায়। উল্টোটাও ঘটে। রাশি সম্বন্ধে সচেতন থাকলে এ সংক্রান্ত দুশ্চিন্তা কমবে। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Horoscope Today: শারীরিক অসুস্থতা মিথুনের, ব্যবসায় শ্রীবৃদ্ধি কর্কটের, পড়ুন রাশিফল