ওয়েব ডেস্ক: আপনি কি এমন কোনও পেশায় রয়েছেন, যেখানে অনেক কর্মীকে দিয়ে আপনাকে কাজ করিয়ে নিতে হয়? অথবা আপনি নিজেও কাজের সময়টায় প্রচণ্ড সিরিয়াস থাকতে চান? যাতে আপনার এবং আপনার সহকর্মীদের কাজের গুণগত মান এবং পরিমাণগত মান বৃদ্ধি পায়? তাহলে আপনার জন্য রয়েছে সলিউশন।


'যে মুহূর্তটা চলে যাচ্ছে তুমি সেটা আর ফিরে পাবে না।' এই কথাটা শুনলে মানুষের কর্মক্ষমতা ও প্রাণচঞ্চলতা বাড়ে। নরওয়েসহ ইউরোপের বেশ কিছু দেশের অনেক কোম্পানিতে হঠাত্ হঠাত এই কথাটা সাউন্ড বক্সে বেজে ওঠে। এতে কোম্পানির প্রোডাকশান বেড়ে যায় বলে দাবি করা হয়েছে! ব্যাপারটা শুনেই কিন্তু মনে হচ্ছে, যে এই ট্রিকটা কাজে দেয়। আপনি আপনার কর্মসংস্থানেও করে দেখতে পারেন। মনে হয় ভালো ফল পাবেন।