জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জোমাটোর মতো খাবার ডেলিভারির অ্যাপগুলিতে  আর পাঁচটা দিনের থেকে বিশেষ বিশেষ দিনগুলিতে তুলনামূলকভাবে বেশি ফুড ডেলিভারীর অর্ডার আসে। অধিকাংশ মানুষজনই তাদের মধ্যে ব্যচেলার যারা অন্নসংস্থান বা স্কুল কলেজের জন্য বাড়ির বাইরে থাকে, তাঁরা একটু ভালো খাবারের আশায় এই অনলাইন অ্যাপগুলিতে বিশেষ দিনে অর্ডার দিয়েই থাকে। এই বছর অর্থাত্‍ নিউ ইয়ারের দিনও অসংখ্য সংখ্যায় খাবারের অর্ডার আসে জোমাটোতে। কিন্তু এইবার জোমাটোর ডেটা অনুযায়ী  এই খাবারের অ্যাপেতে  ৪৯৪০ জন গার্লফ্রেন্ড সার্চ করেছেন। আবার ৪০ জনের মতো বধূও সার্চ করেছেন বলে জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জামিন পেতে স্ত্রী'র অস্ত্র ছেলে! বড় অভিযোগ মৃত অতুল সুভাষের আইনজীবীর...


   
 জোমাটোর ডেটা অনুযায়ী পাওয়া, এই তথ্যটি সর্বভারতীয় সংবাদ সংস্থার মাধ্যমে টুইটারে পোস্ট হয়। এবং সেই পোস্টকে ঘিরে তুমুল উত্তেজনা দেখা গেছে নেটিজেনদের মধ্যে। অনেকেই এই টুইটারের পোস্টটিকে ঘিরে নানান ধরনের কমেন্টও করেছেন।


আরও পড়ুন: তাঁর ড্রাইভার প্রাক্তন অলিম্পিয়ান, পকেটে ১৬ পদক, চমকে গেলেন গাড়ির মালিক...


একজন এক্স ব্যবহারকারী মুস্তাফা খুন্দমিরি লিখেছেন মানুষ এতটাও বোকা না যতটা তাদের দেখানো হচ্ছে এবং তিনি তাঁর পোস্টে একটা স্ক্রিনশট শেয়ার করেন সেখানে দুটি রেস্টুরেন্টের নাম দেখা যায়। একটির নাম গার্লফ্রেন্ড ফুড কোর্ট এটি অবস্থিত হাইদ্রাবাদের আমীরপিটে। আর দ্বিতীয় গার্লফ্রেন্ড আরবিয়ান মান্ডি রেস্টুরেন্ট এটাও হাইদ্রাবাদেই অবস্থিত।


আরও পড়ুন: ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ল মাথায়! মুহূর্তের মধ্যে জীবন্ত জ্বলে গেল দুই মেয়ে-সহ বাবা...


এই পোস্টে আরও অনেকেই অনেক হাস্যকর কমেন্ট করেছেন। কেউ লিখেছেন এই রকম ঘটনা শুধুমাত্র ভারতবর্ষেই সম্ভব। আবার কেউ লিখেছেন জোমাটরও সুযোগ আছে ম্যাটরিমনির মতো হওয়ার। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)