Mumbai| Olympian Driver: তাঁর ড্রাইভার প্রাক্তন অলিম্পিয়ান, পকেটে ১৬ পদক, চমকে গেলেন গাড়ির মালিক...
Mumbai| Olympian Driver: ওই পোস্টের পরই এনিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন পরাগের এই দশার জন্য দায়ি রাজনীতিবিদরা। আমাদের সরকার কোনও কিছুরউ পরওয়া করে না
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চমকে গেলেন মুম্বইয়ের এক উদ্যাগপতি। এক সকালে তিনি আবিস্কার করলেন তাঁর গাড়ির ড্রাইভার একজন অলিম্পিয়ান। তাঁর পকেটে রয়েছে ২টি সোনা, ১১ রুপো। পরাগ পাতিল নামে সেই অলিম্পিয়ানের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উদ্যোগপতি আরিয়ান সিং কুশওয়াহা।
আরও পড়ুন- আমন্ত্রণ পেয়েও 'বাদ' লগ্নজিতা! 'মুখ্যমন্ত্রীকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন', সরব কুণাল...
আরিয়ান লিখেছেন, 'আমার ওলা ড্রাইভার একজন প্রাক্তন অলিম্পিয়ান। জানুন পরাগ পাতিলকে।' আরিয়ানের দাবি, পরাগের ঝুলিতে রয়েছে ২টি সোনা, ১১টি রুপো, ৩টি ব্রোঞ্জ পদক।
My Ola driver is an Olympian.
Meet Parag Patil (@AthletePatil):
2nd in Asia in Triple Jump.
3rd in Asia in Long Jump.
Each time he has represented India internationally, he has never returned without a medal.
2 golds, 11 silvers, 3 bronze.
Yet he has no sponsors and just… pic.twitter.com/UBdWuqY7sA
— aaryan (@aaryankushwahh) December 28, 2024
সোশ্য়াল মিডিয়ায় ওই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে লেখা হয়েছে , ট্রিপল জাম্পে পরাগ এশিয়ায় দ্বিতীয়, লং জাম্পে এশিয়ায় তৃতীয়। প্রতিবারেই তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন। কোনওবার খালি হতে ফেরেননি। পরাগের লড়াইয়ের কথা বলতে গিয়ে আরিয়ান লিখেছেন, তাঁর কোনও স্পনসর ছিল না। পরিবার টানতে তাকে এই কাজ করতে হচ্ছে। তাই পরাগের সাহায্যের জন্য এগিয়ে আসুন।
ওই পোস্টের পরই এনিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন পরাগের এই দশার জন্য দায়ি রাজনীতিবিদরা। আমাদের সরকার কোনও কিছুরউ পরওয়া করে না। অন্য একজন লিখেছেন, এই পোস্ট প্রমাণ করে অলিম্পিকে আমাদের এই দশা কেন। প্রতিভা থাকার পরও পরাগের মতো মানুষ আজ বঞ্চিত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)