Gold Price, Silver Price, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৈশাখ মানেই বিয়ের মরসুম আর বিয়ে মানেই সোনার গয়না কেনা। তবে বেশ কয়েকদিন ধরে সেই সোনাই মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। বিগত কয়েকদিন তাপমাত্রার সঙ্গেই পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল সোনার দামও। তবে বৃহস্পতিবার শোনা গেল কিছুটা স্বস্তির খবর। সস্তা হল সোনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Shilpa Shetty| Raj Kundra: রাজের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, শিল্পার বাড়ি সহ ৯৮ কোটির সম্পত্তি দখল ED-র


১৮ এপ্রিল বৃহস্পতিবার কলকাতায় হলমার্ক গয়নার সোনার দাম, ২২ ক্যারাট ১ গ্রাম ৭১০০ টাকা, খুচরো পাকা সোনা ২২ ক্যারাট ১ গ্রাম ৭৪৭০ টাকা , পাকা সোনার বাঁট ২৪ ক্যারাট ১ গ্রাম ৭৪৩৬ টাকা। বৃহস্পতিবার এক ধাপে বেশ কিছুটা কমল সোনার দাম। দেখা যাচ্ছে যে প্রায় ১০০ গ্রাম সোনার দামে কমল ৩৩০০ টাকা। 


২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ  ৭ লক্ষ ৩৮ হাজার টাকা, ৩৩০০ টাকা দাম কমেছে গতকালের দামের তুলনায়। অন্যদিকে, ১৮ ক্যারেটের এক গ্রাম সোনা গতকালের তুলনায় ২৪ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ৫৫৩৫ টাকায়। ২৪০ টাকা কমে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৫৫ হাজার ৩৫০ টাকায়। একদিনে ২৪০০ টাকা কমে ১০০ গ্রাম ১৮ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ৫ লক্ষ ৫৩ হাজার ৫০০ টাকায়।


আরও পড়ুন- Mamata Banerjee | Mithun Chakraborty: 'যত ভিড় বাড়বে, তত মাথা খারাপ হবে'! মমতার 'গদ্দার' তোপের জবাব মিঠুনের...


তবে রূপোর দামে বদল আসেনি আজ। পাশাপাশি ১০০ গ্রাম রূপো আজ বিক্রি হচ্ছে ৮৬৫০ টাকায়। আজ এক কেজি রুপোর দাম ৮৬ হাজার ৫০০ টাকা। এদিকে আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৬৭৬৫ টাকায়। গতকালের তুলনায় ৩০ টাকা কমেছে দাম। আজ ১০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম ৬৭ হাজার ৬৫০ টাকা, যা গতকালের তুলনায় ৩০০ টাকা দাম কম।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)