ওয়েব ডেস্ক: পুজো তো এসেই গেল। আর তো সবমিলিয়ে বড়জোর দিন দশেক বাকি। এখন তো নিশ্চয়ই পোশাক কেনাকাটায় ব্যস্ত। কিন্তু পুজো শেষ হয়ে গেলেই তো তখন আপনার ফের মন পড়ে থাকবে গয়নার দিকে। অথবা পুজোর বোনাসের টাকায় একটু গয়নাগাঁটি তো কিনবেনই নাকি। সেক্ষেত্রে ভালো খবর রয়েছে। সোনার দাম আজ কমল। এখন ১০ গ্রাম সোনার দাম ৩১,৫২০ টাকা। ভাবছেন, এটা আবার কম কোথায়?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যে ১০টা ছবি দেখলে মাথা ঘুরে যাবে ভাবতে


আসলে আজ সারাদিনে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮০ টাকা করে কমেছে। আপনি ভাবছেন, এত দামি জিনিস মাত্র ৮০ টাকা কমে কী হবে? বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখনই একবারে অনেক দাম কমে যাবে না। তবে, আন্তর্জাতিক বাজারেও একটু একটু করে সোনার দাম কমছে। উত্‍সবের মরশুমে খুব অল্প হলেও সোনার দাম কমছে যখন, এটা ভালো লক্ষণ। হতে পারে আগামীদিন আরও অনেকটাই কমতে পারে সোনার দাম। তাই তক্কে তক্কে থাকুন।


আরও পড়ুন  বিসিসিআইয়ের সর্বকালের স্বপ্নের একাদশে সৌরভের সঙ্গে এ কেমন আচরণ!