DADT: আনুগত্যের দিন গিয়েছে, সম্পর্কে থাকলে এখন `জানতে চেয়ো না, নিজেও বোলো না`!
DADT: `DADT` অর্থাৎ `ডোন্ট আস্ক এবং ডোন্ট টেল` অর্থাৎ না করবেন আপনি জিজ্ঞেস না বলবেন কিছু। এই `DADT` একটি ইউনাইটেড স্টেটসের মিলিটারি পলিসি। ১৯৯৩ সালে ২১ ডিসেম্বর ইউনাইটেড স্টেটসের ডিফেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই পলিসি নিয়ে আনা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: DADT বর্তমান প্রজন্মের সম্পর্কে একটি গুঞ্জন শব্দে পরিণত হয়েছে। অর্থাৎ আপনি আপনার জীবনের একটি অংশ লুকিয়ে রাখবেন আপনার অন্য আরেক পার্টনারের থেকে। পাশাপাশি একটি বিশ্বাস এবং কানেকশানও বঝায় রাখছেন আরেক পার্টনারের সঙ্গে। বিষয়টি অদ্ভুত হলেও, বর্তমান সম্পর্কে ধীরে ধীরে এই বিষয়টি জনপ্রিয়তা পাচ্ছে। পাশাপাশি দম্পতিরা যারা ঘনিষ্ঠতাকে পুনরায় সংজ্ঞায়িত করছেন এবং শক্তিশালী, নাটক-মুক্ত সম্পর্ক গড়ে তোলার জন্য অপ্রচলিত উপায় নিয়ে পরীক্ষা করে চলেছেন।
আরও পড়ুন: Rented Boyfriends: ভাড়া করা বয়ফ্রেন্ড নিয়েই সুখের জীবন! তরুণীদের এই সিদ্ধান্তের পিছনে কারণটা কী?
'DADT' অর্থাৎ 'ডোন্ট আস্ক এবং ডোন্ট টেল' অর্থাৎ না করবেন আপনি জিজ্ঞেস না বলবেন কিছু। এই 'DADT' একটি ইউনাইটেড স্টেটসের মিলিটারি পলিসি। ১৯৯৩ সালে ২১ ডিসেম্বর ইউনাইটেড স্টেটসের ডিফেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই পলিসি নিয়ে আনা হয়। ১৯৯৪ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর ২০১১ সাল পর্যন্ত এই পলিসি কার্যকর ছিল। রাষ্ট্রপতির প্রচারণার সময়, প্রেসিডেন্ট ক্লিনটন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এলজিবি লোকদের সামরিক বাহিনীতে প্রকাশ্যে সেবা করার অনুমতি দেবেন। কিন্তু এটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়ার সাথে দেখা হয়েছিল। প্রেসিডেন্ট ক্লিনটন দায়িত্ব নেওয়ার পর DADT-কে একটি আপস হিসেবে প্রবর্তন করেন।
সম্পর্কে DADT কী?
এই পরিস্থতিটি এমন যেখানে পার্টনাররা একে ওপরের সঙ্গে একপ্রকার বোঝাপড়া করেন। যেখানে তারা অন্য কারোর সঙ্গে সেক্সুয়াল বা ইমোশনাল কানেকশন রাখবেন কিন্তু দুজনের মধ্যে কেউ জানবেও না আবার কথাও বলবে না। সচারাচর ওপেন রিলেশনশিপ বা বহুমুখী সম্পর্কে এই বিষয়টি লক্ষ্য করা যায়।