ওয়েব ডেস্ক: অপেক্ষা আর কয়েক ঘণ্টার। তারপরই শুরু হয়ে যাবে ক্রিকেটের বিশ্বযুদ্ধ। যার পোশাকি নাম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫। তবে মাঠে যুদ্ধ শুরুর আগেই খেলার আমেজ গুগল পেজে। রঙিন ডুডলই জানিয়ে দিচ্ছে ক্রিকেট জ্বরে ভুগছে বিশ্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডুডলে গুগলের ৬টি অক্ষরে দেখা যাচ্ছে আম্পায়ার, বোলার, পিচের দুই ধারে থাকা ব্যাটসম্যান, ফিল্ডার ও উইকেট কিপারের রঙিন ছায়া। ক্লিক করলে চলে যাচ্ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫-র সার্চ পেজে। বিশ্বকাপের প্রথম দিন মাঠে নামছে দুই আয়োজক দেশই। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ যেখানে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।


ভারতীয় সময় অনুযায়ী বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৩টে। দ্বিতীয় ম্যাচ দেখা যাবে সকাল ৯টায়।