১০ মাস পরেও সোশ্যাল মিডিয়ায় এখনও ভাইরাল গুগলের মাদার্স ডে অ্যাড
মাদার্স ডেতে মাকে শুভেচ্ছা জানাতে নিজের ফেসবুক টাইমলাইনে একটি ভিডিও পোস্ট করেছিলেন তেলুগু ছবির পরিচালক এস এস রাজামৌলি। আজ থেকে ১০ মাস আগে পোস্ট করা হলেও এখনও ভাইরাল সেই ভিডিও। ২৫ হাজার ৮৪৫ বার শেয়ার হয়েছে এই ভিডিও।
ওয়েব ডেস্ক: মাদার্স ডেতে মাকে শুভেচ্ছা জানাতে নিজের ফেসবুক টাইমলাইনে একটি ভিডিও পোস্ট করেছিলেন তেলুগু ছবির পরিচালক এস এস রাজামৌলি। আজ থেকে ১০ মাস আগে পোস্ট করা হলেও এখনও ভাইরাল সেই ভিডিও। ২৫ হাজার ৮৪৫ বার শেয়ার হয়েছে এই ভিডিও।
এই ভিডিও পোস্ট করে রাজামৌলি লিখেছিলেন, "অপূর্ব। অসাধারণ। দারুণ কাজ করেছেন অনীশ চাগান্তি। হ্যাপি মাদার্স ডে!" এই ভিডিও আসলে একটি গুগল অ্যাড। নাম, সিডস(থ্রু গুগল গ্লাস)। ২০১৪ সালের মাদার্স ডেতে অর্থাত্, ৮ মে ২০১৪ এই ভিডিও অ্যাড পোস্ট করেছিল গুগল। ২ মিনিট ২৮ সেকেন্ডের এই অ্যাডে রয়েছে প্রায় দেড়শোটি ১ সেকেন্ডের ভিডিও মন্তাজ।
দেখুন ভিডিও,