ওয়েব ডেস্ক : উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনেকেই ভাবেন কী নিয়ে পড়লে বা কী কোর্স করলে, চটজলদি চাকরি পাওয়া যায়। এমন কিছু চাকরির হদিশ রইল আপনাদের জন্য, যেখানে অল্প সময়ে কোর্স করলেই আপনি পেতে পারেন বেশ ভালো টাকার চাকরি..কামাতে পারেন প্রায় ৫০-৬০ হাজার টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডায়ালেসিস টেকনিশিয়ানঃ


এই কোর্সে ডায়ালিসিস মেশিন কিভাবে অপারেট করা যায়, তা শেখানো হয়৷ ভারতে কিডনি রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ক্রমবর্ধমান৷ ফলে ডায়ালিসিস মেশিন সামলানোর জন্য দক্ষ কর্মীর চাহিদা বিপুল৷


হোম হেলথ এইডঃ


বার্ধক্যজনিতকারণে যাঁরা অসুস্থ, অথবা পঙ্গু-বিকলাঙ্গ ব্যক্তি, যারা নিজের কাজ নিজেরা করতে পারেন না, তাদের খেয়াল রাখার জন্য দরকার বিশেষ অ্যাটেনডেন্ট৷ এই বিশেষ ব্যক্তিদের জন্য পাঁচ মাস থেকে এক বছরের ট্রেনিং শেষে অ্যাটেনডেন্ট হিসেবে যোগ দিতে পারেন৷


এক্স-রে টেকনিশিয়ানঃ


৮ মাসের এই কোর্সে এক্স-রে -এর আধুনিক যন্ত্রপাতির যত্ন ও সেফটি রেগুলশন সহ পরিচালনার সমস্ত খুঁটিনাটি শেখানো হয়৷ বর্তমানে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এক্স-রে টেকনিশিয়ানের চাহিদা বিপুল৷


ডেন্টাল অ্যাসিটেন্টঃ


দাঁতের সমস্যা মেটাতে আজকাল ডেন্টিস্টরা আধুনিক যন্ত্রপাতির সাহায্য নেন৷ এই যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করার জন্য দরকার দক্ষ ডেন্টাল অ্যাসিসটেন্ট৷ মাত্র ৬ মাসের কোর্স শেষে এই পেশায় যোগ দিতেই পারেন৷


কোর্স ফিঃ


কোর্সগুলির জন্য নূন্যতম ৮০০০ টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে৷


এই কোর্সগুলির পর একজন যোগ্য প্রার্থী নূন্যতম ১০-১৫ হাজার টাকার চাকরি খুব সহজেই পেয়ে যাবেন৷ পাঁচ-ছয় বছরের অভিজ্ঞতার পর মাসে ৫০-৬০ হাজার টাকা বেতন পাওয়া কোনও ব্যাপারই নয়৷