ওয়েব ডেস্ক: কেনাকাটা করতে আমরা সবাই খুব ভালোবাসি। হাতে একটু টাকা পেলেই হল। অমনি একগাদা জিনিসপত্র কিনে ফেলি। এখন আবার শপিংমলগুলোয় রয়েছে নানারকম সব সুবিধা। পোশাকের মাপ ঠিকঠাক হল কিনা তা দেখার জন্য রয়েছে ট্রায়ালরুমও। সেখানেও হাজার বিপত্তি। সেখানে থাকতে পারে লুকনো কোনও ক্যামেরাও। এবার কী করে বুঝবেন সেই ট্রায়ালরুমে কোনও ক্যামেরা লুকোনো আছে কিনা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শপিং মলের ট্রায়াল রুমে পোশাক বদলাতে গেলেন। আর সেখানে রাখা লুকনো ক্যামেরায় আপনার ব্যক্তিগত ছবি উঠে গেল। কীভাবে বুঝবেন ট্রায়াল রুমে কোনও ক্যামেরা আছে কিনা?


ট্রায়াল রুমে কোনও গোপন ক্যামেরা আছে কিনা, তা বোঝার একটা খুব সহজ উপায় রয়েছে। পোশাক বদলানোর আগে ট্রায়াল রুমে ঢুকে আপনার মোবাইল ফোনটি থেকে যে কোনও কাউকে ফোন করুন। যদি দেখেন যাঁকে ফোন করতে চাইছেন, তাঁর কাছে ঠিকভাবে ফোন গেল, তাহলে বুঝবেন সব ঠিক আছে। কোথাও কোনও লুকনো ক্যামেরা নেই। আর যদি দেখেন আপনার ফোন লাগছে না, তাহলে তত্‌ক্ষণাত্ ট্রায়াল রুম থেকে বেড়িয়ে পড়ুন। নিশ্চিত ওখানে কোনও ক্যামেরা লুকনো আছে।