নিজস্ব প্রতিবেদন:  পছন্দের উৎসবগুলির মধ্যে তালিকার প্রথমেই থাকে দোল (Happy Holi)। লাল, নীল, সবুজ এবং হলুদের রঙে ভিজে যাওয়ার জন্য প্রস্তুত হন ছোট-বড় সকলেই। ব্রজভূমি থেকে শুরু করে চৈতন্যধাম, সর্বত্রই হোলির আনন্দ ক্রমেই উজ্জ্বল হয়ে ওছঠ। বিভিন্ন রীতি মেনে পুজো পার্বনের মাঝে পালিত হয় দোল পূর্ণিমা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তখন উদযাপনের কিছু মুহূর্ত ছড়িয়ে দেওয়ার জন্য আপনার প্রিয়জনকে শুভেচ্ছাবার্তা পাঠানোর মতো আনন্দ কিছুতে নেই। আপনি হোলিতে শুভেচ্ছা পাঠাতে চাইছে! তাই খুঁজছেন সঠিক মেসেজ! প্রিয়জনকে সোশ্যাল মাধ্যমে জানাতে পারেন এই শুভেচ্ছা বার্তাগুলি। হোয়াটস অ্যাপের মতো প্ল্যাটফর্মেও রয়েছে শুভেচ্ছা বার্তা পাঠানোর অত্যাধুনিক সুযোগ। একনজরে দেখা যাক- 


বাতাসে রঙ ছড়িয়ে দিই, একে অপরের সঙ্গে ভাগ করে নিয়ে এই সুন্দর উৎসব উদযাপন করি। শুভ দোল। 


বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা পৌঁছে যাক সবার দোরে দোরে। শুভ হোক সব। 


ঈশ্বর আপনার জীবন আনন্দ, হাসি, বন্ধুত্ব এবং ভালবাসার রঙে পূর্ণ করুন। আপনাকে এবং আপনার পরিবারকে হোলির শুভেচ্ছা।


রামধনুর মতো রঙিন হয়ে উঠুক তোমার জীবন, নানা রঙ মিলে-মিশে ভরে উঠুক জীবনের ক্যানভাস! শুভ দোলযাত্রা 


এই হোলিতে, আমি কামনা করি যে প্রেম, সুখ এবং বন্ধুত্বের উজ্জ্বল রং আপনার জীবনকে রাঙিয়ে তুলুক। আপনাকে এবং আপনার পরিবারকে হোলির শুভেচ্ছা।


রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে... শুভ বসন্ত উৎসব।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)