মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজকের দিনে বাড়িতে অতিথিরা আসতে পারেন। নিজের কাজে সফল হতে পারবেন। উপার্জিত অর্থ কোন খাতে ব্যয় হচ্ছে, তা জানার চেষ্টা করুন। 


বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)


আজকের দিনটা হাসি খুশিতে কাটবে। বুদ্ধির সঠিক ব্যবহার না করলে, সমস্যায় পড়তে পারেন। আজ অর্থ সঞ্চয় করতে পারবেন। 


মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)


অতীতে করা ব্যয়ের কারণে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। বন্ধুকে আর্থিক ভাবে সাহায্য করতে গিয়ে, নিজে সমস্যায় পড়বেন। ঝামেলায় জড়াতে পারেন আজ। 


কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)


নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, নচেত বিপদে পড়বেন। মানুষের থেকে উপদেশ নিয়ে, নিজের কাজে লাগান। অর্থের গুরুত্ব বুঝে সঞ্চয়ে মন দিন। 


সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)


অর্থাগমে বাধা। শারীরিক সমস্যায় বিব্রত হওয়ার সম্ভাবনা।মানসিক চঞ্চলতায় কর্মে বাধা আসতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদের সম্ভাবনা।


কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)


অতিরিক্ত ভাবপ্রবণতা বিপদ ডেকে আনতে পারে। ভ্রমণ পরিকল্পনার সম্ভাবনা।চাকরিস্থানে কাজের চাপ বাড়তে পারে। বিলাসিতায় খরচ বৃদ্ধির সম্ভাবনা।


তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)


বাড়তি খরচ চিন্তা বাড়াবে। সম্পত্তি ক্রয় বা বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভালো। আশা পূরণ না হওয়ায় মনঃকষ্ট বৃদ্ধি। আর্থিক টানাটানি বজায় থাকবে।


বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)


কর্ম ও ব্যবসায় শুভ। শ্বাসকষ্ট বা গলা ব্যথায় ভোগান্তি। একাধিক ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা।বাড়িতে অতিথি সমাগম হতে পারে। হারানো সম্পত্তি ফেরত পাবার সম্ভাবনা।


ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)


বাড়তি খরচ চিন্তা বাড়াবে। সম্পত্তি ক্রয় বা বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভালো।আয়-ব্যায়ের মধ্যে সমতা না থাকায় চিন্তা।


মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)


আজ যতটা সম্ভব হালকা মেজাজে থাকুন, বন্ধুদের সঙ্গে যোগ দিন। খতিয়ে না দেখে আজ কোনও কিছুকেই বিশ্বাস করবেন না।


কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)


আজ সহজ কথা সরাসরি বলতে হবে, তা সে যতই অপ্রিয় হোক। জীবন বদলাতে চলেছে, সদর্থক পরিবর্তনের জন্য তৈরি রাখুন নিজেকে।


মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)


আজ অন্যের প্ররোচনায় কাজ করবেন না, শুধু পরিস্থিতি লক্ষ্য করুন। নিজের চিন্তা-ভাবনা অন্যদের সঙ্গে ভাগ করলে কর্মক্ষেত্রে সাফল্য আসবে।