মেষ/ Aries  রাশিফল Rashifal ( March 21 – April 20 ) 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য সুন্দর থাকবে। বিনিয়োগ প্রায়শই আমার জন্য লাভদায়ক। উপকার পাবেন অনেকের থেকেই। আত্মীয়দের সঙ্গে মজা করুন। প্রেমে পড়ার মোক্ষম সুযোগ। সঙ্গী আপনাকে চমৎকার ভাবে সাহায্য করবে। চিন্তা ভাবনায় লাগাম দিন। 


বৃষ/ Taurus  রাশিফল Rashifal ( April 21 – May 21 )  


স্বাস্থ্য ভাল থাকবে। নিজেকে সুন্দর করে গড়ে তুলুন। লাভজনক দিন, আপনাকে অনেকেই নিচু দেখানোর চেষ্টা করবে তাই বলে ক্লান্ত হবেন না। প্রতিশ্রুতি রাখার চেষ্টা করুন। নিজেকে শান্ত রাখুন। আপনজনদের সঙ্গে সময় কাটান। বিবাহিত জীবন ভাল থাকবে। অতিরিক্ত বিবেচনা করার থেকে জেনে বুঝে কাজ করুন। 


মিথুন/ Gemini  রাশিফল Rashifal ( May 22 – June 21 ) 


নিজের মত জানতে দ্বিধা করবেন না। আত্মবিশ্বাসের অভাব থাকবে। অগ্রগতি আটকাতে পারে। সমস্যা মোকাবিলা করতে হবে, হাসতে থাকুন। শিশুদের সঙ্গে ব্যস্ত থাকুন। অন্যদিনের মত পরিকল্পনা অসফল হবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। জীবন সম্পর্কে কারওর সঙ্গে শেয়ার করুন। 


কর্কট/ Cancer রাশিফল Rashifal  ( June 22 – July 23 )


অন্যদের সমালোচনা করবেন না। অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন। সাংকেতিক মন্তব্য বন্ধ করুন। আর্থিক সুবিধে পেতে পারেন। পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন। একা সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করতে যাবেন না। প্রয়োজনের থেকে বেশি ব্যয় করবেন না। 


সিংহ/ Leo রাশিফল Rashifal  ( July 24 – August 23 )


অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিন। এমন কিছু করুন যেগুলি আপনি উপভোগ করুন। খরচ নিয়ন্ত্রণে আনুন। অন্যদের সাহায্য করুন, ভালবাসার সম্পর্কে ধারণা বদলান। ঝামেলা এবং অশান্তিতে থাকবেন না, আপনার পক্ষে ঠিক নয়। 


কন্যা/ Virgo রাশিফল Rashifal  ( August 24 – September 23 ) 


নিজেকে সুস্থ এবং সুন্দর থাকতে ভাল করে খাবার খান। বিনিয়োগের ফলে লাভ হবে। সন্তানরা আপনার মুখ উজ্জ্বল করবে। নানাভাবে দিনটি সফল থাকবে। সব সম্পর্ক খারাপ হয় না, আত্মীয়দের সঙ্গে ভাল থাকুন। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। দূরে সরে গেলে অনেকের থেকে ভাল থাকবেন। 


তুলা/ Libra রাশিফল Rashifal  ( Sept 24 – Oct 23)


মানসিক দৃঢ়তার দিকে ধ্যান দিন। অনেক নতুন ধারণা থাকবে, সেই থেকেই আর্থিক লাভ পাবেন। ভালবাসার প্রকাশ করা দরকার, নয়তো সমস্যা বাড়তে থাকে। কিছু সমস্যার সমাধান করা প্রয়োজন। কিছু কাজ স্থগিত রাখা প্রয়োজন, তবেই প্রতিকূলতা দূরে যাবে। 


বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal  ( Oct 24 – Nov 22 )


কর্মক্ষেত্রে চাপ থাকবে। নতুন জায়গায় মনোনিবেশ করুন। দীর্ঘকাল যে অর্থ সঞ্চয় করেছেন সেগুলিকে কাজে লাগান। বাবা মায়ের শরীর খারাপ থাকবে, সেদিকে লক্ষ্য রাখুন। বাড়ি থেকে দূরে চাকরি করার সম্ভাবনা রয়েছে। শিশুদের সঙ্গে সময় কাটান, ফাঁকা সময়ে কাজ করুন। 


ধনু/ Sagitarious  রাশিফল Rashifal  ( Nov 23 – Dec 22 )


মানসিক স্বাস্থ্য রক্ষা করুন। মন ভাল রাখুন। অন্যকে চেতনার আলো দ্বারা উদ্বুদ্ধ করুন। আজকে অনেক সাফল্য আছে, তবে অভিজ্ঞতা লাগাতে হবে। ক্লান্তিকর দিন থাকবে। দৈনিক কাজের থেকে দূরত্বে থাকুন। কারওর অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে, আপনি বিরক্তি বোধ করবেন। নতুন জ্ঞান থাকবে, যোগাযোগ রাখুন অন্যদের সঙ্গে। 


মকর/ Capricorn  রাশিফল Rashifal ( Dec 23 – Jan 20 )


আপনার আবেগ এবং জেদ নিয়ন্ত্রণে আনুন। খরচ বাড়বে, তবে সঙ্গেই সঞ্চয় করতে হবে। অন্যদের অসন্তুষ্ট করবেন না, পরিবারের সঙ্গে মানিয়ে নিন। সঙ্গীর তরফ থেকে চাপ থাকবে। বন্ধুদের সঙ্গে সময় কাটান। আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করুন। 


কুম্ভ/ Aquarious  রাশিফল Rashifal ( Jan 21 – Feb  19 ) 


নিজের যোগ্যতা থাকবে। কর্মব্যস্ত থাকবেন তারপরেও নিজের দিকে নজর দিন। অর্থের অভাব দেখা দেবে। অবাস্তব পরিকল্পনা করবেন না। অন্যদের সম্পর্কে অভিযোগ এবং বিদ্বেষ বলার সময় এখন নয়। নিজের আচরণ সমঝে রাখুন। 


মীন/ Pisces  রাশিফল  Rashifal ( Feb 20 – Mar 20 )


মতভেদ থাকবে। নতুন উদ্যোগ নিন। অর্থের লাভ করবেন। অন্যদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। অতীতে যা হয়েছে সেই নিয়ে বসে থাকবেন না। প্রেম থেকে দূরে থাকুন। মানুষের সঙ্গে বিতর্ক হতে পারে, বেশি গভীরে যাবেন না। বিবাহিত জীবন সুন্দর হবে। শিশুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)