Numerology: কেমন যাবে ২০২২ সাল? কী বলছে আপনার জন্মদিনের `সংখ্যা`?
সংখ্যাতত্ত্ববিদেরা নতুন বছরের তারিখ `ডিকোড` করে জানিয়ে দিচ্ছেন ২০২২ সালে কার ভাগ্যে কী থাকছে।
নিজস্ব প্রতিবেদন: ২০২১ সাল তো শেষ হতে চলল। এখন সকলের সমস্ত ভাবনা নতুন বছরের দিকেই। অনেকেই তাই এখন ভাবছেন, কেমন যাবে তাঁদের আসন্ন নতুন বছর?
এটা পড়তে শুরু করার আগে ক্যালেন্ডারের পাতায় মার্ক করুন-- কবে আপনার জন্মদিন। আপনার জন্মদিনের মাধ্যমেই নিউমারোলজিস্টেরা বিশ্লেষণ করে বের করে দেবেন, ঠিক কেমন যাবে আপনার নতুন বছর, এই ২০২২ সাল। দেখে নিন, কী বলছেন তাঁরা।
১ জানুয়ারি, ১০ জানুয়ারি, ১৯ জানুয়ারি, ২৮ জানুয়ারি
আপনি কি এই চারটি তারিখের জাতক? এই বছরটায় আপনি অন্যদের থেকে সাহায্য নিতে লজ্জা পাবেন না। কাজে সাফল্য পেতে মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার এ বছরের লগ্নিতে নজর রাখুন। গোটা বছরটাই একটু সাবধানে থাকবেন, কেননা আপনার উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভোগার যোগ আছে।
২ জানুয়ারি, ১১ জানুয়ারি, ২০ জানুয়ারি, ২৯ জানুয়ারি
আপনি কি ২, ১১, ২০, ২৯ জানুয়ারির জাতক? আপনাকে কিন্তু অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যেস বজায় রাখতে হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখতে হবে। আপনাকে প্রাণায়াম ও অন্যান্য কিছু স্বাস্থ্যটোটকার সাহায্য নিতে হবে।
৩ জানুয়ারি, ১২ জানুয়ারি, ২১ জানুয়ারি, ৩০ জানুয়ারি
এই বছরটা কাজের মধ্যে ডুবে থাকুন। আত্ম অহংকার থেকে মুক্ত থাকুন। শিক্ষাক্ষেত্রে অর্জনের যোগ। গলার সংক্রমণে ভোগার যোগ।
৪ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ২২ জানুয়ারি, ৩১ জানুয়ারি
মদ্যপান থেকে দূরে থাকুন। এ বছরটা খুব বেশি আমিষ খাবারও খাবেন না। রক্তচাপের উপর নজর রাখুন। অর্থভাগ্য ভালো থাকবে। নতুনদের সাহায্য়ের মানসিকতা রাখুন। আপনারা যে কোনও শুভ কাজ বুধবার বা শুক্রবার করার চেষ্টা করুন।
৫ জানুয়ারি, ১৪ জানুয়ারি, ২৩ জানুয়ারি
যে কোনও সম্পর্কের জন্য এই বছরটি আপনাদের জন্য ভালে। আর্তকে খাদ্য দান করুন।
৬ জানুয়ারি, ১৫ জানুয়ারি, ২৪ জানুয়ারি
পেশাগত জীবনে সৌভাগ্য বজায় থাকবে। অর্থব্যয় করতে হবে বুঝেশুনে। আপনার রোম্যান্টিক জীবন সুখে ও আনন্দে ভরে উঠবে। সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকুন। আবেগে ভেসে যাবেন না।
৭ জানুয়ারি, ১৬ জানুয়ারি, ২৫ জানুয়ারি
উন্নতির যোগ আছে। মে মাসের পর থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে।
৮ জানুয়ারি, ১৭ জানুয়ারি, ২৬ জানুয়ারি
কখনোই আত্মতৃপ্তিতে ভুগবেন না। তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন। দাঁতের যত্ন নিন। বিয়ের জন্য খুব ভালো সময়। নিজের টাকা পয়সা বুদ্ধিমত্তার সঙ্গে দেখভাল করুন। নতুন নির্মাণ করতে পারেন।
৯ জানুয়ারি, ১৮ জানুয়ারি, ২৭ জানুয়ারি
সঙ্গীকে বেশি সময় দিন। ব্যবসা-বাণিজ্যে শুভ। ক্রীড়াবিদদেরও শুভ। একটু ধৈর্যশীল হতে হবে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Horoscope Today: স্ত্রীর সঙ্গে মতবিরোধ বৃশ্চিকের, স্বাস্থ্যহানি মকরের, পড়ুন রাশিফল