ওয়েব ডেস্ক: একটা দশক। ভারতের ধনকুবেরদের অন্যতম বিজয় মালিয়ার প্রতিপত্তি কোনও বছর বেড়েছে কোনও বছর কমেছে। দশ বছরের যে চড়াই উতরাই দিয়ে বিজয় মালিয়ার ওঠা পড়া-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৫- ৯৫ কোটি
২০০৬-১৩০ কোটি
২০০৭-১৬০কোটি
২০০৮-৩৯ কোটি
২০০৯-১৪৫ কোটি
২০১০-১১১ কোটি
২০১১-৮০ কোটি
২০১২-৭৫ কোটি
২০১৩-৩৬ কোটি
২০১৪- ৩০ কোটিরও নীচে...  


কীভাবে ধনে ধনী হলেন বিজয় মালিয়া?
সাল ২০০৫, প্রথম চালু করলেন কিং-ফিশার এয়ারলাইন্স।


সাল ২০০৭, হোয়াইট অ্যান্ড মিকির ডিস্ট্রিবিউটরশিপ নিলেন, সঙ্গে এয়ার ডেকানের ২৬%-মালিকানা কিনলেন। ওই বছরই ফর্মুলা-ওয়ানে অর্থ বিনিয়োগ করলেন। সব মিলিয়ে মুনাফা অর্জন করলেন ১৬০ কোটি টাকা।


সাল ২০০৮, আইপিএলে দল কিনলেন। তার সঙ্গেই হেনিক্যানের ডিস্ট্রিবিউটরশিপ। মুনাফা ৩৯০ কোটি  টাকা।


সাল ২০১১। ক্ষতি, বন্ধ হয়ে যায় কিং-ফিশার এয়ারলাইন্স। কিন্তু লিকারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বিজয় মালিয়া। হ্যানিকেন এবং হোয়াইট অ্যান্ড মিকি থেকেও ক্ষতির দিকে নামতে থাকেন বিজয়। শেষে সোনার ব্যবসায়ও ক্ষতি। ১০০ কোটি থেকে 'একেবারে মাটিতে' মার্চেন্ট বিজয়। এখনও ধুঁকছে মালিয়া অ্যান্ড কোং।