ওয়েব ডেস্ক: আজকের দিনে ল্যাপটপ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দায়।প্রত্যেকেই ব্যবহার করেন ল্যাপটপ।খুবই দরকারি জিনিস। যেহেতু রাস্তাঘাটেও ব্যবহার করা হয় তাই সেটা নোংরাও হয় তাড়াতাড়ি। আর শখের জিনিস দাম দিয়ে কেনা বলে কথা। সেটা নোংরা হলে খারাপ তো লাগেই। এখন প্রশ্ন হল ল্যাপটপটাকে আপনি পরিষ্কার করবেন কীভাবে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ধর্ম এবং নাম নিয়ে হেজেলের পাশে দাঁড়ালেন যুবরাজ


খুবই সহজে। এবং সেটা আপনার নিজের বাডড়িতে বসেই। দেখুন কী সহজে আপনার ল্যাপটপ পরিষ্কার, একেবারে ঝকঝকে তকতকে হয়ে যাবে। আর আপনার অনেকদিনের ব্যবহার করা পুরনো ল্যাপটপটাই হয়ে উঠবে একেবারে নতুন। সেই কেনার সময়কার মতো। নিচের এই ভিডিওটাতেই দেখে নিন কীভাবে আপনি পরিষ্কার করবেন আপনার সাধের ল্যাপটপ।


 


আরও পড়ুন  অবসর ভেঙে দেশের জার্সিতে ফিরেই ম্যাচের নায়ক মেসি