ওয়েব ডেস্ক: ওজন সমস্যায় ভুগছিলেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের দিদি সুনয়না রোশন। সম্প্রতি নিজের টুইটারে হৃত্বিক রোশন তাঁর দিদির এখনকার ছবি পোস্ট করেছেন। অভাবনীয় পরিবর্তন এসেছে তাঁর মধ্যে। বদলে গিয়েছে তাঁর লুকও। হৃত্বিক রোশনের দিদির এখনকার ছবিটা দেখলে চমকে যাবেন।


আপনি কি জানেন, 'ওম শান্তি ওম'-র জন্য দীপিকার নাম প্রস্তাব করেছিলেন কে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার ‘কাবিল’ অভিনেতা হৃত্বিক রোশন টুইটারে তাঁর দিদির আগেকার আর এখনকার ছবি একসঙ্গে পোস্ট করেছেন। যাতে বোঝা যাচ্ছে, ওজন কমানোর জন্য বেশ কসরত করেছেন তিনি। আর মেদও ঝড়িয়ে ফেলেছেন।


 



জানলে আরও ভালো লাগবে, কয়েকমাস আগে বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মহিলা এমান আহমেদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হৃত্বিক রোশনের দিদি সুনয়না এবং মা পিঙ্কি। যিনি ওজন সমস্যার জন্য সইফি হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি ছিলেন। শুধু দেখাই করতে যাননি, এমানের অপারেশনের জন্য ১০ লক্ষ টাকা সাহায্যও করেছিলেন।


অস্ট্রেলিয়া পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন এই বলিউড অভিনেত্রী