ওয়েব ডেস্ক: আপনি কি বাড়ি-গাড়ি কেনার কথা ভাবছেন? তা হলে নতুন বছরে আপনার জন্য সুখবর। নোটবন্দির পর ব্যাঙ্কের হাতে প্রচুর টাকা। হোম লোন-কার লোনে সুদ কমাচ্ছে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাঙ্ক। বর্ষশেষের ভাষণে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য ব্যাঙ্কিং শিল্পের কাছে আর্জি জানান প্রধানমন্ত্রী। আবেদনে সাড়া দিয়ে সুদ ছাঁটাইয়ের পথে হাঁটল বিভিন্ন ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার ৮.৯০ শতাংশ থেকে ৮ শতাংশে নামিয়ে এনেছে। ৬৫ বেসিস পয়েন্ট সুদ ছাঁটাই করেছে ইউনিয়ন ব্যাঙ্ক। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সুদ কমিয়েছে ৭০ বেসিস পয়েন্ট। ৭৫ বেসিস পয়েন্ট সুদ ছাঁটাই করেছে দেনা ব্যাঙ্ক। এক বছর মেয়াদি ঋণে সুদের হার ৯.২০ শতাংশ থেকে ৯ শতাংশে নামিয়ে এনেছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নতুন বছরের দ্বিতীয় দিনের মাথায় ফের বলিউড অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদ!


পয়লা জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে নতুন সুদের হার। এক বছর মেয়াদী ঋণে সুদের হারের ভিত্তিতে হোম লোন-কার লোনের সুদ ঠিক হয়। ফলে, হোম লোন-কার লোন সস্তা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। ২ বছর এবং ৩ বছরের মেয়াদী ঋণেও সুদের হার ৯০ বেসিস পয়েন্ট কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। IDBI ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুরও ৬০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ ছাঁটাই করেছে। হিসাব বলছে, ২০ বছরের জন্য কেউ যদি ২৫ লক্ষ টাকা হোম লোন নেন, তা হলে প্রতি মাসে EMI বাবদ তাঁর ১৪০০ টাকা সাশ্রয় হবে। ২০ বছরে সাশ্রয় হবে প্রায় ৩ লাখ টাকা। বর্ষশেষে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণে বলা হয়েছে, শহরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৯ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনে সুদ ছাড় ৪%। ১২ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনে সুদ ছাড় ৩%। গ্রামে ২ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনে সুদে ছাড় মিলবে ৩%। বিশেষজ্ঞরা বলছেন, নগদ জমা অনুপাত বা রেপো রেট কমার ফলে এই সুদ ছাঁটাই নয়। নোট বাতিলের পর ব্যাঙ্কের ঘরে বিশাল টাকা জমা পড়ায় আমানত সংগ্রহের খরচ কমেছে। সরকারি ঋণপত্রে লগ্নির চেয়ে বাড়তি লাভের আশায় সুদ কমিয়ে আরও বেশি গ্রাহককে ঋণ দিতে চাইছে ব্যাঙ্ক। নতুন বছরের প্রথম ত্রৈমাসিকে PPF, কিষাণ বিকাশ পত্র-সহ নানা স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।


আরও পড়ুন  তিন যুবকের বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বর্ধমান-বারহাড়োয়া লোকাল