নিজস্ব প্রতিবেদন: দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ। কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউয়ে জেরবার অবস্থা। অফিসের কাজ থেকে বাজার-সমস্তটাই অনলাইনে ভার্চুয়ালি করতে অভ্যস্থ হয়ে গিয়েছে মানুষ। প্রেমের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ডেটিং অ্যাপের সৌজন্যে ভার্চুয়াল ডেট যতই জনপ্রিয় হোক না কেন, সার্ভে বলছে সাক্ষাতে দেখার কোনও বিকল্প নেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর ডেটিংয়ের ক্ষেত্রে মানুষ ভ্যাকসিনকে গুরুত্ব দিচ্ছে অনেকটাই। দেখা যাচ্ছে , বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা ভ্যাকসিন নেওয়া মানুষকেই ডেটের জন্য এগিয়ে রাখছে। অর্থাৎ ভ্যাকসিন নেওয়া থাকলে ডেটে যাওয়ার তালিকায় আপনি এগিয়ে। 


আরও পড়ুন, Shea butter এর মাধ্যমে চুলের যত্ন নিন


জনপ্রিয় এক অনলাইন ডেটিং অ্যাপের সার্ভে অনুযায়ী,  প্রায় ৭০ শতাংশ মানুষ, যাদের বয়স ১৮ থেকে ৩০-এর মধ্যে তারা দ্বিতীয় ঢেউয়ের পর ভ্যাকসিন নিয়েই নেওয়াই পছন্দ করছেন। ডেটিংয়ের ক্ষেত্রেও ভ্যাকসিনেটেড হওয়াটা তাদের কাছে জুরুরি। এও দেখা গিয়েছে ভ্যাকসিন না নেওয়া ছেলে-মেয়ের বাতিল হওয়ার শতাংশও বেশি। মাত্র ২৫ শতাংশ ছেলে এবং মেয়ে দেখা করার ক্ষেত্রে অ্যান্টি-ভ্যাক্সিনেটর- এ বিশ্বাসী।