নিজস্ব প্রতিবেদন: পাঁচ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক পদে ওড়িশা এবং তামিলনাড়ু সার্কেলের জন্য এই নিযোগ করা হবে। এর জন্য আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের জন্য indiapost.gov.in. এই ওয়াবসাইটে ক্লিক করুন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মোট শূন্যপদ রয়েছে ৫,২২২টি।


ওড়িশা সার্কেল: সাইকেল III, শূন্যপদ ২০৬০টি।


তামিলনাড়ু সার্কেল: সাইকেল III, শূন্যপদ ৩১৬২টি।


এছাড়া ব্রাঞ্চ পোস্ট মাস্টার (বিপিএম), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (এবিপিএম) পদগুলিতেও নিয়োগ করা হবে।


আবেদনকারীর যোগ্যতা:


ইন্ডিয়া পোস্ট জিডিএস ২০২০ পরীক্ষায় বসার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় পাবেন। প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। যাঁরা প্রথম প্রচেষ্টাতেই মাধ্যমিক পাশ করেছেন, তাঁদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বেসিক কম্পিউটার ট্রেনিং ডিজিএস-এর প্রতিটি বিভাগের জন্য ৬০ দিনের কম্পিউটারের বিসিক ট্রেনিং কোর্স সার্টিফিকেট থাকা আবশ্যক।


আরও পড়ুন: 'ঠিক সরকার নির্বাচন করলে সরকারি প্রকল্পের সুবিধে মানুষের কাছে পৌঁছায়, দেখিয়ে দিয়েছে বিহার'


কম্পিউটারের বেসিক কোর্স করতে হবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয়, বোর্ড, প্রাইভেট ইনস্টিটিউশন থেকে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরে বিষয় হিসাবে কোনও প্রার্থী কম্পিউটার নিয়ে থাকলে, সে ক্ষেত্রে বেসিক কোর্সের সার্টিফিকেট লাগবে না।


১ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।