`বাহুবলে বিশ্বজয়` ভারতের এই মেয়ের
রূপে `বিশ্বজয়` তো ভারত অনেক আগেই করেছে। এবার `বাহুবলে বিশ্বজয়` করল ভারতের মেয়ে। দেরাদুনের বাসিন্দা ভূমিকা শর্মা। ভেনিসে আয়োজিত `মিস ওয়ার্ল্ড বডিবিল্ডিং টাইটেল` জিতে নিয়েছেন।
ওয়েব ডেস্ক : রূপে 'বিশ্বজয়' তো ভারত অনেক আগেই করেছে। এবার 'বাহুবলে বিশ্বজয়' করল ভারতের মেয়ে। দেরাদুনের বাসিন্দা ভূমিকা শর্মা। ভেনিসে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড বডিবিল্ডিং টাইটেল' জিতে নিয়েছেন।
'মিস ওয়ার্ল্ড বডিবিল্ডিং' টুর্নামেন্টে সবচেয়ে টাফ বিভাগগুলি হল- বডি পোজিং, ইন্ডিভিজুয়াল পোজিং ও ফল ক্যাটেগরি। যার প্রতিটিতে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন ভূমিকা। সারা বিশ্ব থেকে প্রায় ৫০ জন প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। ভূমিকার এর পরবর্তী লক্ষ্য চলতি বছর ডিসেম্বরে 'ওয়ার্ল্ড ইউনিভার্স চ্যাম্পিয়নশিপ'।