জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমরা সকলেই জানি যে ভারতীয় রেলকে আমাদের দেশের লাইফলাইন বলা হয়। এর কারণ হল ভারতীয় রেলের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। এমনকি আপনিও নিশ্চয়ই কোনও না কোনও সময়ে ট্রেনে ভ্রমণ করেছেন। কিন্তু আপনি কি কখনও রাতে ট্রেনে ভ্রমণ করেছেন? যদি করে থাকেন তাহলে আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে ট্রেন দিনের তুলনায় রাতে বেশি গতিতে চলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Week 6 | Daily Cartoon | এ শুধু হাসির দিন...


এখন প্রশ্ন হচ্ছে, কী কারণে দিনের তুলনায় রাতে ট্রেনের গতি বেশি হয়? আপনি কী উত্তর জানেন? আজ আমরা আপনাকে এর সম্পর্কে বিস্তারিত বলব।


এই কারণে রাতে বেড়ে যায় ট্রেনের গতি


আসলে রাতের বেলা ট্রেনের গতি অনেক কারণে বেড়ে যায়। এর প্রথম কারণ হল দিনের তুলনায় রাতের বেলা রেলপথে মানুষ ও প্রাণীর চলাচল কমে যায় বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এছাড়াও, রাতে রেলওয়ে ট্র্যাকে কোনও ধরণের রক্ষণাবেক্ষণের কাজ হয়না এবং এই কারণেই দিনের তুলনায় রাতে ট্রেনগুলি বেশি গতিতে চলে।


আরও পড়ুন: Chandragrahan 2023: বুদ্ধপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! ৪ রাশির জাতকদের জন্য দারুণ সুসময়, প্রচুর অর্থ লাভের যোগ


এটিও একটি কারণ


একই সময়ে, এ ছাড়াও একটি কারণও রয়েছে গতি বেড়ে যাওয়ার। রাতে ট্রেনের চালক অর্থাৎ ‘লোটো পাইলট’ দূর থেকে সিগন্যাল দেখতে পারে। এর কারণে লোকো পাইলটকে প্রায়ই গতি কমানোরও প্রয়োজন হয় না। রেলগাড়ি এই কারণেই রাতের বেলা দ্রুত চলে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)