নিজস্ব প্রতিবেদন: গাড়ি চালানো শিখতে চান? পাড়ারই কোনও মোটর ট্রেনিং স্কুলে ভর্তি হচ্ছেন? পরিকাঠামো, প্রশিক্ষণ অনুযায়ী আপনার ট্রেনিং স্কুল ডাহা ফেল করে বসে নেই তো? জেনে নিন ভালো করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে মোটর ট্রেনিং স্কুলগুলি পরিদর্শনে যায় পরিবহণ দফতর। আর তাতেই পরিকাঠামো আর প্রশিক্ষণে ফেল রাজ্যের ৭৫টি মোটর ট্রেনিং স্কুল। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক, আদর্শ মোটর ট্রেনিং স্কুলের জন্য কী কী প্রয়োজন-


  • মূল প্রশিক্ষকের অটোমোবাইল ডিপ্লোমা অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাধ্যতামূলক।

  • যে গাড়িগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়, তার ডাবল ক্ল্যাচ ও ডাবল ব্রেক থাকতে হবে।

  • প্রত্যেক ৬ মাস অন্তর এই গাড়িগুলিকে পরিবহণ দফতর থেকে পরীক্ষা করাতে হবে।

  • ট্রাফিক ক্লাসরুমের যথাযথ ব্যবস্থা রাখা চাই।


প্রসঙ্গত, রাজ্যে মোট মোটর ট্রেনিং স্কুলের সংখ্যা ৪৩৯টি। এর মধ্যে ডাহা ফেল ৭৫টি স্কুল। এদের মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনার ১৩টি এবং কলকাতার ৯টি মোটর ট্রেনিং স্কুল। ফলে, এবার থেকে এই ধরনের স্কুলে ভর্তি হওয়ার আগে ভালো করে খোঁজ খবর করে নিন। আরও পড়ুন- ডিম পচা কিনা না ফাটিয়ে বুঝবেন কী করে? জেনে নিন..