ওয়েব ডেস্ক: শরীরকে ফিট রাখার জন্য শরীরচর্চা করা খুবই দরকারি। বলিউড নায়িকারা তাই প্রত্যেকেই নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত শরীরচর্চা করে থাকেন। বলিউড ডিভা তাঁর ফ্লেক্সিবল শরীরের জন্য বেশ জনপ্রিয়। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তাঁর শরীরচর্চা করার কায়দা দেখে মনে হচ্ছে, এত কঠিন মুভগুলি তিনি কত সহজেই করে ফেলেছেন। সেটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, “So it's the end of my 7 day juice cleanse!! I did the master cleanse for 3 days and the fibre cleanse for the remaining 4 days (2 soups included) I obviously had cravings and felt super hungry at times (missed coffee a lot?) but realised that we have a lot more will power than we know! It's an amazing way to reconnect with your inner voice! I had so much energy today I've been wanting to do a shoutout to an amazing inspiration of mine @yellabella for her amazing work in yoga anywhere anytime (ignore my goof ups?)!! @rawpressery thanks for the juices!”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING