ওয়েব ডেস্ক: নিজেকে সুন্দর দেখানোর জন্য কীনা করতে হয়। সাজগোজ থেকে শুরু করে মানানসই পোশাক। তবে আধুনিক যুগে এটাই সঠিক সাজগোজ নয়। নিজেকে আরও সুন্দর দেখাতে অনেকেই ওয়াক্সিং করাতে পছন্দ করেন। যদিও এই ওয়াক্সিং বিষয়টা বেশ কষ্টদায়ক। বিশেষ করে ওয়াক্সিং করার পরের সময়টা। অনেকেরই ওয়াক্সিং করার পর ফোঁড়া হতে দেখা যায়। তাই এসব এড়াতে ওয়াক্সিং করার আগে কিছু জিনিস মাথায় রাখা খুবই দরকার। জেনে নিন সেগুলো কী কী-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ওয়াক্সিং করার আগে অবশ্যই স্ক্রাবিং করে নেবেন। স্ক্রাবিং করলে মরা কোষগুলো রিমুভ হয়ে যায়, ত্বক নমনীয় হয়ে যায়। এর ফলে ত্বকের অবাঞ্ছিত লোম তোলা সহজ হয়।


২) ওয়াক্সিং করার আগে ত্বকের লোমগুলিকে তোলার মতো দৈর্ঘের হতে দিন। নাহলে ভালো মতো ওয়াক্সিং নাও হতে পারে।


আরও পড়ুন কীভাবে বানাবেন 'সাবুদানা বড়া'? শিখে নিন


৩) ওয়াক্সিং করার সময় বেবি পাউডার ব্যবহার করুন। এতে ত্বক তত্‌ক্ষণাত্‌ অনেক বেশি নমনীয় হয়ে যায়। এবং ওয়াক্সিং করতেও সুবিধা হয়। অন্য যেকোনও ট্যালকম পাউডারের তুলনায় বেবি পাউডার অনেক বেশি উপকারী।


৪) ওয়াক্সিং করার আগে কখনওই ত্বকে তৈলাক্ত লোশন বা অয়েনমেন্ট ব্যবহার করবেন না। তেল বা ময়েশ্চার ওয়াক্সিংকে আরও কষ্টদায়ক করে দেয়। ওয়াক্সিং করার আগে চেষ্টা করবেন ত্বককে যতটা সম্ভব শুকনো রাখার।