শ্রাবণ মাস জুড়েই শিব আরাধনার রীতি প্রচলিত রয়েছে হিন্দুদের মধ্যে। প্রতি বছরই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শ্রাবণ শিবরাত্রি। আসুন জেনে নেওয়া যাক এ বছরের শ্রাবণ শিবরাত্রি পুজোর দিন, ক্ষণ, নির্ঘণ্ট সম্পর্কে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রাবণ শিবরাত্রির নির্ঘন্ট:


চতুর্দশী তিথি শুরু হবে ১৯ জুলাই, রবিবার বেলা ১২টা ৪১ মিনিটে। চতুর্দশী তিথি শেষ হবে ২০ জুলাই, সোমবার বেলা ১২টা ১০ মিনিটে।


নিশি কালের পুজোর সময়:


বেলা ১২টা ৭ মিনিট থেকে রাত ১২টা ১৭ মিনিট পর্যন্ত।


ভক্তদের কাছে এই শ্রাবণ শিবরাত্রির উপবাস অত্যন্ত তাত্পর্যপূর্ণ। এ বার জেনে নেওয়া যাক শ্রাবণ শিবরাত্রির পুজো রীতি সম্পর্কে...


শ্রাবণ শিবরাত্রির পুজো রীতি:


শ্রাবণ শিবরাত্রির দিন সকালে স্নান করে পুজোর ঘরে প্রদীপ জ্বালান ভক্তরা। বাড়িতে শিবলিঙ্গ থাকলে সেটিকে গঙ্গার জল দিয়ে অভিষেক করা হয়। গঙ্গার জল না থাকলে পরিষ্কার জল দিয়েও অভিষেকের রীতি পালন করা যায়। যাঁদের বাড়িতে শিবলিঙ্গ নেই, এলাকার কোনও শিব মন্দিরে গিয়েও পুজো দেন।


পুজো করার পর আরতি করে, প্রদীপ জ্বেলে উপবাস রীতি পালন করেন ভক্তরা। এই দিন শিব ভক্তরা নিরামিশ আহার গ্রহণ করেন। সংসার ও সম্পর্কে মঙ্গল কামনায় বহু যুগ ধরে এই রীতি পালিত হয়ে আসছে।