Howrah: রসুনচক্র! প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২৫৪ বস্তা চিনা রসুন বাজেয়াপ্ত! ঘুরপথে কেন এই রসুন আনা হয়?
Chinese Garlic Seized Howrah: গুদাম ম্যানেজার উপেন্দ্র যাদবকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ম্যানেজার জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তাঁর মালিকই যা বলার বলতে পারবেন। পুলিস মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
দেবব্রত ঘোষ: নিষিদ্ধ চিনা রসুন বাজেয়াপ্ত করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিস। ধুলাগড় ট্রাক টার্মিনালের গোডাইন থেকে ২৫৪ বস্তা রসুন বাজেয়াপ্ত করল পুলিস। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। গ্রেফতার করা হয়েছে গোডাউনের ম্যানেজারকে। পুলিসসূত্রে জানা গিয়েছে, চিন থেকে ঘুরপথে এই রসুন আসে। এই রসুনের কোয়া মোটা হয়। কম দামে কিনে এনে বেশি দামে এখানকার বাজারে বিক্রি হয় এই রসুন। এ রসুন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: Dengue Death: ডেঙ্গি কি মহামারির আকার ধারণ করল? মৃত্যুর আগের সব রেকর্ড ভেঙে দিল এই পরিসংখ্যান...
আজ, বুধবার আনুমানিক বেলা বারোটা গোপন সূত্রে খবর পেয়ে ধুলাগড় ট্রাক টার্মিনালে অভিযান চালায় সাঁকরাইল থানার পুলিস। চিনা রসুন এমনিতে নিষিদ্ধ! ২৫৪ বস্তারও বেশি এই রসুন (১৮ কেজি প্রতি বস্তা) বাজেয়াপ্ত করে পুলিস। সাঁকরাইল থানার বিশেষ দল অরবিন্দ জয়সওয়ালের গোডাউন থেকে এই রসুন বাজেয়াপ্ত করে। এর বাজারমূল্য সাত লক্ষ সত্তর হাজার টাকা। সাঁকরাইল থানা ভারতীয় ন্যায় সংহিতায় অপরিহার্য পণ্য আইনে মামলা করে।
পুলিসসূত্রে জানা গিয়েছে, গোডাউন ম্যানেজার উপেন্দ্র যাদবকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ম্যানেজার জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তাঁর মালিক সব বলতে পারবেন। সাঁকরাইল থানার পুলিস মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
আরও পড়ুন: Death Clock: হাত-দেখা, জ্যোতিষ এসব এবার ছাড়ুন! 'কবে মৃত্যু' বলে দিচ্ছে সামান্য় একটা ঘড়িই...
জানা গিয়েছে, চিন থেকে এই রসুন দেশের সীমান্ত পেরিয়ে চোরা পথে এদেশে আসে। কম দামে এই রসুন কিনে বেশি দামে এখানকার বাজারে বিক্রি করেন অসাধু বিক্রেতারা। কেমন দেখতে এই রসুন? এই রসুনের কোয়া মোটা হয়। এই রসুন চাষের সময়ে যে কেমিক্যাল ব্যবহার করা হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)