নিজস্ব প্রতিবেদন: দীপাবলি উপলক্ষে জোর কদমে চলছে কেনাকাটা। তার আগেই অবশ্য দেশের বিভিন্ন প্রান্তে পালিত হবে ধনতেরস। ২০১৯ সালে ২৫ অক্টোবর পালিত হবে ধনতেরস। পরিবার ও অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কামনায় একাধিক ধাতুর জিনিস কেনার চল রয়েছে এই দিনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধনতেরসের আর এক নাম ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। শাস্ত্র মতে দেবী লক্ষ্মীর পাশাপাশি সম্পদের দেবতা কুবেরও এ দিন পূজিত হন। ধনতেরাসের পরের দিনটি পালিত হয় ভূত চতুর্দশী। আসুন এ বার দেখে নেওয়া যাক ধনতেরসের দিন, ক্ষণ, লগ্ন...


২৫ অক্টোবর সন্ধ্যে ৭:০৮ মিনিট থেকে পরের দিন দুপুর ৩:৪৭ মিনিট পর্যন্ত থাকবে ধনতেরসের তিথি।


ধনাত্রয়োদশীর প্রদোষকাল: ২৫ অক্টোবর, ত্রয়োদশী বিকেল ৫:৪২ মিনিট থেকে সন্ধ্যা ৮:১৫ মিনিট পর্যন্ত। শাস্ত্র মতে, এই সময়ের মধ্যেই সোনা বা অন্যান্য ধাতু কেনা শুভ। মূলত অবাঙালিদের মধ্যে এই রীতি পালনের প্রচলন থাকলেও বর্তমানে বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ধনতেরস পালনের হিড়িক।