জ্যোতিষ শাস্ত্রে শনি গ্রহের প্রভাব অপরিসীম। শনির প্রভাবে সাধারণত শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। পারিবারিক পরিস্থিতিতে জটিলতা, গুরুজনদের স্বাস্থ্য সঙ্কট-সহ নানা রকম সমস্যা হতে পারে শনির প্রভাবে। শনি হল মহা তান্ত্রিক ও যোগী গ্রহ। এই গ্রহ মানুষকে অধর্মের পথ থেকে সরিয়ে ধর্মের পথে নিয়ে আসে। শনি তুঙ্গস্থ তুলা রাশিতে এবং নিচস্থ মেষ রাশিতে। রাশিচক্রে শনির ঘর হল মকর ও কুম্ভ। নীলা বা এমিথিষ্ট রত্ন ধারণ করলে শনির দোষ কাটে। সীসা ধারণ করলেও শনিদেবের কোপ থেকে রেহাই পাওয়া যায়। এ বার দেখে নেওয়া যাক কোন সময় শনি সক্রিয় হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) বৃশ্চিক, ধনু ও মকর রাশিতে গোচরে শনির অবস্থানে ধনুরাশির জাতক বা জাতিকা সাড়ে সাতির প্রভাবাধীন হয়।


২) শনির গোচরকালে যখন মীন, মেষ ও বৃষ রাশিতে অবস্থান করে সেই সময় মেষ রাশির জাতক বা জাতিকার ওপর সাড়ে সাতির প্রভাব পড়ে।


৩) কন্যা, তুলা ও বৃশ্চিক রাশিতে গোচর শনি অবস্থিত হলে সাড়ে সাতির প্রভাব থাকে।


৪) বৃষ, মিথুন ও কর্কটরাশিতে শনি গ্রহের অবস্থানে মিথুন রাশির ওপর সাড়ে সাতির প্রভাব পড়ে।


৫) কর্কট, সিংহ ও কন্যা রাশির ওপর আড়াই বছর অন্তর অবস্থান কালে সিংহরাশির ওপর সাড়ে সাতির প্রভাব থাকে।


৬) মিথুন, কর্কট ও সিংহ রাশিতে শনি গ্রহের অবস্থানে কর্কট রাশির ওপর সাড়ে সাতির প্রভাব বিস্তার করে।


৭) তুলা, বৃশ্চিক ও ধনুরাশির ওপর শনির গোচর চলাকালীন বৃশ্চিক রাশির ওপর সাড়ে সাতির প্রভাব পড়ে।


৮) গোচরকালে শনি গ্রহ মেষ, বৃষ ও মিথুন রাশিতে অবস্থান করলে বৃষরাশির জাতক বা জাতিকার মধ্যে সাড়ে সাতির প্রভাব তৈরি হয়।