নিজস্ব প্রতিবেদন: বয়স বাড়লেও, চেহারায় বয়সের ছাপ পড়ুন এটা আমরা কেউই চাই না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের বিভিন্ন সমস্যার জন্য বয়সের ছাপ পড়ে। কিন্তু এমন কিছু পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে ত্বকের এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার যে বয়স হয়েছে, তাও বোঝা যাবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) একসঙ্গে অলিভ অয়েল এবং মধু মিশিয়ে ত্বকে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।


২) একটি স্প্রে বোতলে অর্ধেকটা অ্যাপেল সিডার ভিনিগার এবং অর্ধেকটা জল মিশিয়ে রাখুন। প্রত্যেকদিন সেই মিশ্রন মুখে স্প্রে করুন।


আরও পড়ুন : মাংসের থেকেও বেশি আয়রন রয়েছে যে সব নিরামিষ খাবারে


৩) ত্বকের জন্য দই খুবই উপকারী। অর্ধেক কাপ দই নিয়ে ভালো করে লাগান। ২০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।


৪) এক কাপ মেথি গুঁড়ো করে নিন। এবার জলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখুন। সারা রাত রেখে দিন। সকালে ধুয়ে ফেলুন।


৫) একটা জায়গায় পাকা পেঁপে নিন। এবার সেই পাকা পেঁপে চটকে মুখে লাগান। ২০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।


৬) গোলাপ জল, মধু এবং গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে তুলো দিয়ে মুখে লাগান। প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন।


আরও পড়ুন : ওজন কমানো থেকে স্বাস্থ্যকর ত্বক, স্কিপিং-এর কামাল