নিজস্ব প্রতিবেদন: বুধবার HP Adhesives তাদের IPO শেয়ার বরাদ্দ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। সংস্থার লক্ষ্য ১২৬ কোটি টাকা তোলা। যার মধ্যে ১১৩.৪৩ কোটি টাকা নতুন ইস্যুর মাধ্যমে এবং ১২.৫২ কোটি টাকা  অঞ্জনা হরিশ মোতওয়ানির (Anjana Haresh Motwani) অফার-ফর-সেল-এর মাধ্যমে তোলা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিনিয়োগকারীদের জন্য সাবস্ক্রিপশন ১৫ ডিসেম্বর খোলা হয়েছে এবং ১৭ ডিসেম্বর বন্ধ হয়েছে। প্রাইস ব্যান্ডটি ইক্যুইটি শেয়ার প্রতি ২৬২-২৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এইচপি অ্যাঢেসিভ, সিলিকন সিলেন্ট, কন্ট্যাক্ট অ্যাঢেসিভ, সাদা আঠা সহ বিভিন্ন ধরণের পণ্য তৈরি করে।


আরও পড়ুন: বারে অফিসারের কোলে বসে নাচ মহিলা পুলিস কর্মীর, ভাইরাল Video


বিনিয়োগকারীরা শেয়ার বরাদ্দের বর্তমান অবস্থা দেখতে পাবেন BSE-র ওয়েবসাইটে। সেখানে ইকুইটি অপশনে এইচপি অ্যাঢেসিভ দিতে হবে বরাদ্দের নামের জায়গায়। এরপরে বিনিয়োগকারীর প্যান নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে সার্চ করলে প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)